

করোনার কারণে ২০২০ ও ২০২১ দুই মৌসুম আয়োজন সম্ভব হয়নি নারীদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। তবে আগামী ২০ মে থেকে মাঠে গড়াচ্ছে এবারের আসর। গতকাল (১১ মে) বিসিবিতে শেষ হয়েছে দলবদলও।
গত দুই দিনে জাতীয় দলের ১৬ জন ক্রিকেটার দল বদল করেছেন। নারী ডিপিএলে সবচেয়ে সফল দল মোহামেডান দেখিয়েছে চমক। সালমা খাতুনের সাথে দলে ভেড়ালো জাতীয় দলের তারকা ক্রিকেটার রুমানা আহমেদ ও শারমিন আক্তার সুপ্তাকে।
রুমানা আহমেদ আগের মৌসুমে খেলেছেন শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমিতে। কিন্তু পারিশ্রমিক নিয়ে তার সাথে জটিলতা তৈরি হয়, যা লম্বা সময় ধরে চলেছে, শেষ পর্যন্ত মীমাংসা করতে হয়েছিল বোর্ডকে।
এবার দলবদলের দিনও আরও কয়েকজন ক্রিকেটার প্রায় ৬ লাখ টাকা পারিশ্রমিক বকেয়া রয়েছে বলে দাবি করে ক্লাবটির বিপক্ষে। এমনকি বিসিবি প্রধান নির্বাহী বরাবর লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।
যেখানে তাদের চির প্রতিদ্বন্দ্বী আবাহনীতে পেসার জাহানারা আলমের সাথে আছেন ফাহিমা খাতুন ও শারমিন সুলতানা। রুপালি ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন বাংলাদেশের ওয়ানডে ও টি-টুয়েন্টি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। রানের মধ্যে থাকা ব্যাটার ফারজানা হক পিংকিও আছেন তার দলে।
বর্তমান চ্যাম্পিয়ন খেলাঘর সমাজকল্যাণ সমিতির হয়ে মাঠ মাতাবেন জাতীয় দলের দুই তারকা লতা মন্ডল ও রিতু মনি। জাতীয় দলের মুর্শিদা খাতুন ও সোবহানা মোস্তারির ঠিকানা শেখ রাসেল। দীর্ঘ ৯ বছর পর আবা
১২ দলের অংশ গ্রহণে টুর্নামেন্ট শুরু হচ্ছে ২০ মে। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)।
দলবদল করা জাতীয় দলের নারী ক্রিকেটাররা:
রুপালি ব্যাংক ক্রিকেট ক্লাব: নিগার সুলতানা জ্যোতি, ফারজানা আক্তার পিংকি, নাহিদা আক্তার।
আবাহনী লিমিটেড: ফাহিমা খাতুন, জাহানারা আলম, শামিমা সুলতানা।
মোহামেডান স্পোর্টিং লিমিটেড: সালমা খাতুন, রুমানা আহমেদ, শারমিন আক্তার সুপ্তা।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: রিতু মণি,লতা মণ্ডল।
সিটি ক্লাব: সুরাইয়া আজমিন, রুবিয়া আক্তার ঝিলিক।
গুলশান ইয়ুথ ক্লাব: নুসরাত তানিয়া, খাদিজাতুল কুবরা।
কেরানিগঞ্জ ক্রিকেট একাডেমি: ফারিহা ইসলাম তৃষা।