মার্শের অলরাউন্ড নৈপুণ্য, আশা বেঁচে রইল দিল্লির

rabbithole thumbnail 5
Vinkmag ad

মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নারের দুই হাফ সেঞ্চুরিতে কোয়ালিফায়ারের আশা জিইয়ে রাখলো দিল্লি ক্যাপিটালস। রাজস্থান রয়্যালসকে তারা হারিয়েছে ৮ উইকেটের ব্যবধানে। পয়েন্ট টেবিলের ৫ম স্থানে রয়েছে দিল্লি, ৩য় অবস্থানে রাজস্থান।

১৬১ রানের লক্ষ্যে দিল্লি খেলতে নেমে শুরুতে ওপেনার শ্রীকর ভরতকে হারায়। তবে অপর ওপেনার ওয়ার্নারের সাথে তিনে নামা মার্শের ব্যাটিংয়ে আস্থা খুঁজে পায় দিল্লি।

১৪৪ রানের ম্যাচজয়ী জুটি উপহার দেন এ দুইজন। ওয়ার্নার দেখে শুনে খেললেও সপাটে ব্যাট চালিয়েছেন মার্শ। ৬২ বলে ৫ চার ও ৭ ছয়ে ৮৯ রানের অনবদ্য ইনিংস খেলে আউট হন মার্শ। ওয়ার্নার ও অধিনায়ক রিশাব পান্ট বাকি কাজটুকু সহজে আদায় করেন।

১১ বল হাতে রেখে জয় পেয়ে যায় দিল্লি। ওয়ার্নার ৫২ ও পান্ট ১৩ রানে অপরাজিত থাকেন।

রাজস্থানের পক্ষে ট্রেন্ট বোল্ট ও যুজবেন্দ্র চাহাল ১টি করে উইকেট পান।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৬০ রান করে রাজস্থান। এদিন তিনে নেমে হাফ সেঞ্চুরির দেখা পান রবিচন্দ্রন অশ্বিন। দেবদূত পাডিকাল করেন ৪৮ রান।

দিল্লির পক্ষে চেতন সাকারিয়া, আনরিখ নরকিয়া ও মিচেল মার্শ ২টি করে উইকেট পান।

অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচ সেরা হন মিচেল মার্শ।

সংক্ষিপ্ত স্কোরঃ

রাজস্থান রয়্যালসঃ ১৬০/৬ (২০), জ্যাসওয়াল ১৯, বাটলার ৭, অশ্বিন ৫০, পাডিকাল ৪৮, স্যামসন ৬, পরাগ ৯, ডুসেন ১২*, বোল্ট ৩*; সাকারিয়া ৪-০-২৩-২, নরকিয়া ৪-০-৩৯-২, মার্শ ৩-০-২৫-২

দিল্লি ক্যাপিটালসঃ ১৬১/২ (১৮.১), ভরত ০, ওয়ার্নার ৫২*, মার্শ ৮৯, পান্ট ১৩*; বোল্ট ৪-০-৩২-১, চাহাল ৪-০-৪৩-১

ফলাফলঃ দিল্লি ক্যাপিটালস ৮ উইকেটে জয়ী

ম্যাচ সেরাঃ মিচেল মার্শ (দিল্লি ক্যাপিটালস)।

৯৭ ডেস্ক

Read Previous

সাদা পোশাকে বিবর্ণ মুস্তাফিজই রাজার চোখে বিশ্বমানের!

Read Next

মোহামেডানে সালমা, আবাহনীতে জাহানারাকে নিয়ে দলবদল সম্পন্ন

Total
0
Share