রাজার অনুধাবন, শুধু গতি দিয়ে টিকে থাকা যাবে না

পেসারদের রাজা হতে চাওয়া রাজার আদর্শ রুবেল হোসেন
Vinkmag ad

গত বছর পাকিস্তানের বিপক্ষে টেস্টে ডাক পান পেসার রেজাউর রহমান রাজা। কিন্তু হয়নি অভিষেক, ম্যাচ না খেলে নিউজিল্যান্ড সফরেই বাদ পড়লেন। এবার আরেক দফা ডাক পড়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে জায়গা পেয়ে রাজা মুখিয়ে আছেন অভিষেকের অপেক্ষায়। সিরিজ শুরুর আগে জানালেন নিজের শক্তির জায়গা, লক্ষ্য ও পেস বোলিং কোচের সাথে কাজ করা সম্পর্কে।

১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। গত ৯ মে থেকে সেখানেই অনুশীলন করছে বাংলাদেশ দল। তবে আজ (১১ মে) ছিল ক্রিকেটারদের ছুটি। এই ছুটির মাঝেই টিম হোটেলে সাংবাদিকদের কৌতুহল মিটিয়েছেন পেসার রাজা।

দক্ষিণ আফ্রিকান কিংবদন্তী পেসার অ্যালান ডোনাল্ড বর্তমানে কাজ করছেন বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে। তার সান্নিধ্যে নতুন কিছু শিখছেন রাজার মতো তরুণ পেসাররা।

ঠিক কি ধরণের কাজ করছেন এই প্রোটিয়ার সাথে তা জানাতে গিয়ে রাজা বলেন, ‘নির্দিষ্ট বলতে, যেহেতু সামনে আমাদের টেস্ট খেলা। টেস্ট ম্যাচ নিয়েই কাজ হচ্ছে আর কী। কীভাবে টেস্ট ম্যাচের যে ধারাবাহিকতা, এগুলো নিয়ে কাজ হচ্ছে। উনি আলহামদুলিল্লাহ অনুপ্রাণিত করছে, ভালো প্রেরণা দিচ্ছে। সব ঠিকঠাক আছে। ভবিষ্যতে আরও কাজ করা হবে। মাত্র তো আমরা দুদিন অনুশীলন করলাম, আরও দুদিন অনুশীলন আছে। উনি লাইন-লেন্থের ওপর কাজ করছে, সামনে দেখা যাক কী হয়।’

২২ বছর বয়সী ডানহাতি এই পেসার নজর কেড়েছেন গতি দিয়ে। তবে শুধু গতি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকা যাবে না অনুধাবন করেছেন নিজেই। তাইতো বোলিংয়ে আনতে চাইছেন বৈচিত্র।

রাজা বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে আপনার বৈচিত্র থাকতে হবে। আমি যেমন ইনসুইং, আউটসুইং, রিভার্স সুইং করার চেষ্টা করছি। কোচদের সঙ্গে যেহেতু নতুন কাজ শুরু করেছি, দেখা যাক চেষ্টা করব এগুলো কেমনে আয়ত্বে আনা যায়। দীর্ঘ পরিসরে আপনার প্রথম ব্যাপার হচ্ছে এক জায়গায় বল করতে হবে কন্টিনিউ। ওখান থেকে যতটুকু বৈচিত্র করতে পারেন ইনসুইং, আউটসুইং, রিভার্স সুইং।’

এদিকে টেস্ট সিরিজ শুরুর আগে দলের অবস্থাও ভালো বলছেন ১১ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলায় অভিজ্ঞ এই পেসার, ‘আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে। যেহেতু আমরা চেষ্টা করছি, হয় নাই। সামনে টেস্ট খেলা আছে, ওগুলো কেমনে ভালো করলে সিরিজটা জেতা যায় ওগুলো নিয়েই কথা হচ্ছে। এমনিতে পরিবেশ সব ঠিকঠাক আছে।’

চট্টগ্রামে যথারীতি স্পোর্টিং উইকেট প্রত্যাশা করে রাজা বলছেন ঘরের মাঠের সুবিধা কাজে লাগবে টাইগারদের, ‘আমাদের স্পিন ও পেস দুটোই ভালো করছে। ব্যাটিং তো আছে। যেহেতু আমাদের হোম কন্ডিশন, ব্যাটিং এডভান্টেজটা ভালো হবে। সাধারণত চট্টগ্রামের উইকেট দেখতে যেমন (স্পোর্টিং), ওরকমই দেখছি। এখন কী হয় দেখা যাবে ১৫ তারিখের পর।’

৯৭ প্রতিবেদক

Read Previous

আফসোস থাকলেও সুযোগ লুফে নিতে মরিয়া মোসাদ্দেক

Read Next

সাদা পোশাকে বিবর্ণ মুস্তাফিজই রাজার চোখে বিশ্বমানের!

Total
0
Share