
বাংলাদেশের কোনো সিরিজের আগে ছুটি, বিশ্রাম ও চোটের কারণে সাকিব আল হাসানকে পাওয়া না পাওয়ার দ্বিধা থেকেই যায়। সব ঠিক থাকার পরেও শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের আগে যেমন করোনা পজিটিভ হয়ে ছিটকে গেলেন এই অলরাউন্ডার। বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সভাপতি নাজমুল হাসান বলছেন তাকে না পাওয়া কপাল খারাপ।
দিন কয়েক আগেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেছিলেন সাকিবকে কখন পাওয়া যায় তা তিনিও ঠিকঠাক জানেন না আগে থেকে। তার এই মন্তব্যের পর বেশিদিন সময় লাগেনি তা আরেক দফা বাস্তবে রূপ নিতে।
লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্ট শুরু ১৫ মে চট্টগ্রামে। তার আগে ৯ মে থেকে চট্টগ্রামে অনুশীলন শুরু করে বাংলাদেশ দল। কিন্তু পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে থাকায় প্রথম দুইদিনের অনুশীলন থেকে ছুটি নেন সাকিব। গত সোমবার (৯ মে) দেশে ফিরে কোভিড টেস্ট করালে পজিটিভ হন এই অলরাউন্ডার। যে কারণে বর্তমানে আইসোলেশনে থাকায় ছিটকে যান প্রথম টেস্ট থেকে।
আজ (১১ মে) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় ক্রীড়া পুরষ্কার ২০১৩-২০২০ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সাকিব না থাকায় একজন ব্যাটার ও বোলার কম নিয়ে খেলতে হচ্ছে বলে কপাল খারাপ উল্লেখ করেছেন বিসিবি বস।
তিনি বলেন, ‘সাকিব না থাকায় আমাদের এখন একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলতে হবে অথবা একজন বোলার কম নিয়ে খেলতে হবে। এটা একটা সমস্যা কিন্তু এখানে কিছু বলার নেই, কিছু করার নেই। আমাদের কপাল খারাপ যে ওকে আমরা পাচ্ছি না। আমাদের যখন দরকার হয় তখন আমরা তাকে পাই না। এখন একমাত্র আমরা প্রত্যাশা করতে পারি যে সে সুস্থ হোক।’
টাইগার অলরাউন্ডারের ছিটকে যাওয়া প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, ‘এটা আমাদের কপাল খারাপ। আমরা এখন দোয়া করছি সাকিব যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। কালকে আমার সঙ্গে কথা হয়েছে, বলেছে ও এখন ভালো। এ মুহূর্তে ওর কোনো সমস্যা নেই। আমরা কয়েকদিন পর আবার করব খুব শীঘ্রই। আমাদের প্রোটোকল আছে সে অনুযায়ীই করা হবে। আমরা চাচ্ছি ও ভালো হয়ে যাক।’
‘ও না থাকাটা তো অবশ্যই দলের জন্য বড় একতা ধাক্কা। এই কারণে যে শ্রীলঙ্কা অনেক শক্তিশালী দল, এটা তো অস্বীকার করার কিছু নেই। আর টেস্টে তো আমরা অনেক উইক আছি। তো সে কারণে এটা একতা বিরাট সুযযোগ ছিল আমাদের, এবং এখনো আছে। তো দেখা যাক সাকিবের জায়গায় যে আসবে সে নিজেকে প্রমাণ করতে পারবে এটাই আমরা আশা করছি।’
‘এবং আমাদের এখানে বেশকিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে, তারা যদি খেলতে পারে তাহলে আমি মনে করি কোনো দলের সঙ্গেই আমাদের না জেতার কোনো কারণ নেই।’