বিকেএসপিতে লঙ্কানদের প্রস্তুতিতে বাধা

বিকেএসপিতে লঙ্কানদের প্রস্তুতিতে বাধা
Vinkmag ad

বিকেএসপি (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) এর ৩ নম্বর মাঠে গতকাল থেকে শুরু হয়েছে সফরকারী শ্রীলঙ্কা ও বিসিবি একাদশের মধ্যকার ২ দিনের প্রস্তুতি ম্যাচ। প্রথম দিনের ন্যায় দ্বিতীয় দিনেও সফরকারীদের প্রস্তুতিতে বাগড়া বাধিয়েছে বৃষ্টি।

প্রথম দিনে ৪০ মিনিটও খেলা চলেনি। গোটা দিনে মাত্র ৮.৩ ওভার খেলা হয়। যেখানে দিমুথ করুনারত্নের উইকেট হারিয়ে ১৪ রান করে শ্রীলঙ্কা।

আজ অবশ্য এখন অব্দি খেলা হয়েছে ৯.৫ ওভার। যেখানে আর কোন উইকেট হারাতে হয়নি লঙ্কানদের।

আগের দিন ৭ রানে অপরাজিত থাকা ওশাদা ফার্নান্দো অপরাজিত আছেন ২৬ রান করে। ২৪ বলে ২২ রান করে অপরাজিত কুশল মেন্ডিস।

১৮.২ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ ১ উইকেটে ৫০। ১২ টা ২৫ মিনিটে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়।

সংক্ষিপ্ত স্কোরঃ

শ্রীলঙ্কা ৫০/১ (১৮.২), ফার্নান্দো ২৬*, করুনারত্নে ২, মেন্ডিস ২২*; রাহি ৪-১-৮-০, মুগ্ধ ৪-১-৬-১, এনামুল ৫-১-১৪-০, রিপন ৩.২-০-১৯-০, মুশফিক ২-০-৩-০।

৯৭ প্রতিবেদক

Read Previous

বর্ণবিদ্বেষের অভিযোগ থেকে মুক্ত হলেন মার্ক বাউচার

Read Next

১৫ বছর পর সেরা ক্রিকেটারদের স্বীকৃতি দেওয়ার পথ খুঁজছে বিসিবি

Total
0
Share