

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন উইকেটকিপার ব্যাটসম্যান মার্ক বাউচারের বিরুদ্ধে আনা বর্ণবিদ্বেষের অভিযোগ খারিজ করে দিয়েছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। আর তাতেই বড় ধরনের স্বস্তি পেলেন বাউচার।
বাউচারের প্রাক্তন সতীর্থ স্পিনার পল অ্যাডমস অভিযোগ করেছিলেন, তাঁকে জাতীয় দলে যে ক্রিকেটাররা ‘brown sh*t’ বলে ডাকতেন, তাঁদের মধ্যে ছিলেন বাউচারও। প্রাক্তন সহকারী কোচ এনোক এনকোউইও বাউচারের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনেছিলেন।
যদিও বাউচার দু’টি অভিযোগই অস্বীকার করেছিলেন। তবে পুরোপুরি ভাবে বর্ণবৈষম্যের অভিযোগ থেকে তাঁকে মুক্তি দিল ক্রিকেট সাউথ আফ্রিকা।
The Board of CSA has formally and unreservedly withdrawn all charges against Proteas head coach Mark Boucher
Full statement ➡️ https://t.co/mLzJNQtvza pic.twitter.com/tz2GDKRSdF
— Cricket South Africa (@OfficialCSA) May 10, 2022
বাউচারের একটি বিবৃতিতে বলা হয়েছে,
‘আমি স্পেস এজেন্সির সিদ্ধান্তকে স্বাগত জানাই যে আমার বিরুদ্ধে কোনো রিজার্ভেশন ছাড়াই সমস্ত অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। আমার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগগুলি অযৌক্তিক এবং বড় ক্ষতি ও কষ্টের কারণ ছিল।’
‘গত কয়েক মাস আমার এবং আমার পরিবারের জন্য খুব কঠিন ছিল। আমি আনন্দিত যে প্রক্রিয়াটি শেষ পর্যন্ত শেষ হয়েছে এবং সিএসএ স্বীকার করেছে যে আমার বিরুদ্ধে অভিযোগগুলি অযোগ্য।’