

আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে সীমিত ওভারের সিরিজকে সামনে রেখে লুক রাইটকে কোচিং স্টাফে যোগ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। হেড কোচ গ্যারি স্টিডকে বিশ্রাম দিয়েছে বোর্ড। কিউইদের বোলিং কোচ শেন জার্গেনসেন প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।
ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৫০টি ওয়ানডে এবং ৫১ টি-টি-টোয়েন্টি খেলা লুক রাইট এই প্রথম পেলেন কোন জাতীয় দলের দায়িত্ব। এছাড়া জিম্বাবুয়ের প্রাক্তন ব্যাটসম্যান ডিওন ইব্রাহিমকেও যোগ করা হয়েছে কোচিং স্টাফে।
Incredibly excited to join up with the @BLACKCAPS in July. Amazing opportunity, can’t wait!!! ???????????????? https://t.co/VhZ6BMQDTU
— Luke Wright (@lukewright204) May 10, 2022
বোলিং কোচ শেন জার্গেনসেন ও ব্যাটিং কোচ লুক রনকি সঙ্গে রাখা হয়েছে দুই কিউই ক্রিকেটার ডিন ব্রাউনলি ও গ্রায়েম অলড্রিজকে। আয়ারল্যান্ড সফরে থাকবেন না নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড। ফলে কিউইদের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন বোলিং কোচ শেন জার্গেনশেন।
স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্টেড থাকবেন দলের সঙ্গে। এই সময় বিশ্রাম পাবেন জার্গেনসেন ও রনকি। তাদের জায়গায় স্টেডের সহকারী হিসেবে থাকবেন ব্রাউনলি ও অলড্রিজ।
আগামী ২ জুন থেকে শুরু হবে ইংলিশদের বিপক্ষে নিউজিল্যান্ডের তিন টেস্টের সিরিজ।