

দুই টেবিল টপারের লড়াইয়ে পাত্তাই পেল না লখনৌ সুপার জায়ান্টস। শুবমান গিলের অনবদ্য ইনিংস ও রাশিদ খানের স্পিন জাদুতে লখনৌকে দুমডে মুচড়ে ৬২ রানের বড় ব্যবধানে জিতেছে গুজরাট টাইটান্স, টেবিলের শীর্ষে এখন তারা।
মন্থর উইকেটে টসে জিতে ব্যাটিং নেয় গুজরাট। শুবমানের হাফ সেঞ্চুরি ও রাহুল তেওয়াটিয়ার বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে ৪ উইকেটে ১৪৪ রান করে গুজরাট।
ওপেনিংয়ে নেমে শুবমান ৪৯ বলে ৭ চারে ৬৩ রানে অপরাজিত থাকেন। ডেভিড মিলার ২৬ ও তেওয়াটিয়া অপরাজিত ২২ রান করেন।
লখনৌর পক্ষে আবেশ খান ২ উইকেট পান।
জবাবে লখনৌ ব্যাটিংয়ে নেমে গুজরাটের পেস ও স্পিনারদের দুর্দান্ত সমন্বয়ে মাত্র ৮২ রানে গুটিয়ে যায়। সর্বোচ্চ ২৭ রান দীপক হুডার। আবেশ খান ১২ রানে অপরাজিত থাকেন।
রাশিদ ৪টি এবং ইয়াশ দয়াল ও সাই কিশোর ২টি করে উইকেট পান।
ম্যাচ সেরা হয়েছেন শুবমান গিল।
সংক্ষিপ্ত স্কোরঃ
গুজরাট টাইটান্সঃ ১৪৪/৪ (২০), শুবমান ৬৩*, সাহা ৫, ওয়েড ১০, হার্দিক ১১, মিলার ২৬, তেওয়াটিয়া ২২*; আবেশ ৪-০-২৬-২, মহসিন ৪-০-১৮-১, হোল্ডার ৪-০-৪১-১
লখনৌ সুপার জায়ান্টসঃ ৮২/১০ (১৩.৫), রাহুল ৮, ডি কক ১১, করন ৪, দীপক ২৭, ক্রুনাল ৫, বাদোনি ৮, স্টয়নিস ২, হোল্ডার ১, মহসিন ১, আবেশ ১২, চামিরা ০*; শামি ৩-০-৫-১, দয়াল ২-০-২৪-২, রাশিদ ৩.৫-০-২৪-৪, সাই কিশোর ২-০-৭-২
ফলাফল: গুজরাট টাইটান্স ৬২ রানে জয়ী
ম্যাচ সেরাঃ শুবমান গিল (গুজরাট টাইটান্স)।