

হাই পারফরম্যান্স টিম (এইচপি টিম) মূলত জাতীয় দলের আশেপাশে থাকা ও জাতীয় দলে আসতে পারে এমন ক্রিকেটারদের নিয়ে গড়া হয়ে থাকে। যাদেরকে ট্রেনিংয়ের মধ্যে রেখে প্রস্তুত করা হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবারে এইচপি দলের ক্যাম্প শুরু করবে ১৪ মে থেকে, যেটা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।
কক্সবাজার, সিলেট ও চট্টগ্রামে চলবে ট্রেনিং ক্যাম্প। মোট ২৭ জন ক্রিকেটারকে এই ক্যাম্পের জন্য বিবেচনা করা হয়েছে।
যেখানে আছেন ৮ ব্যাটার, ১৪ পেস বোলার, ৪ স্পিনার ও ১ উইকেটরক্ষক।
এইচপি ক্যাম্পের জন্য বিবেচিত হয়েছেন যারা-
ব্যাটার-
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন, শাহাদত হোসেন, সাব্বির হোসেন শিকদার, তৌহিদ হৃদয়, অমিত হাসান, আইচ মোল্লা।
পেস বোলার-
শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, তানজিম হাসান সাকিব, এনামুল হক, সুমন খান, একেএস স্বাধীন, রেজাউর রহমান রাজা, রিপন মন্ডল, আসাদুজ্জামান পায়েল, মহিউদ্দিন তারেক, মোহাম্মদ মুশফিক হাসান, সোহেল রানা, মৃত্যুঞ্জয় চৌধুরী, আশিকুর জামান।
স্পিনার-
রাকিবুল হাসান, হাসান মুরাদ, রিশাদ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব।
উইকেটরক্ষক-
আকবর আলি।
একনজরে ট্রেনিং সূচি-
স্কোয়াড মিরপুর স্টেডিয়ামে রিপোর্ট করবে- ১৪ মে
কক্সবাজারে ফিটনেস ও বোলিং ক্যাম্প- ১৫ মে থেকে ১ জুন
সিলেটে স্কিল ক্যাম্প- ২ জুন থেকে ৬ জুলাই
চট্টগ্রাম ও ঢাকায় স্কিল ক্যাম্প ও অনুশীলন ম্যাচ- ১৬ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর।