

সংবাদ মাধ্যমে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সভাপতি নাজমুল পাপন বলেছেন কোনো ফরম্যাট ছাড়তে হলে সিদ্ধান্তটা সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকেই আসা উচিৎ। অন্তত সম্মানের জায়গা থেকে তারা এমনটা আশা করেন, অন্যথায় বোর্ড ভিন্নভাবে সিদ্ধান্ত নিবে। কারও নাম উল্লেখ না করলেও তার এমন মন্তব্যে কেউ কেউ তীরটা মুশফিকুর রহিমের দিকেই ছুঁড়েছেন। কিন্তু নির্বাচক আব্দুর রাজ্জাক বলছেন মুশফিককে কোনো ফরম্যাটেই বাদ দেওয়ার মতো চিন্তা, সিদ্ধান্ত তারা নেননি।
বয়স ৩৫ পূর্ণ করা মুশফিকুর তিন ফরম্যাটেই বাংলাদেশের অন্যতম ভরসার নাম। তবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে সেরা ছন্দে নেই মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এই ব্যাটার। যে কারণে কোনো একটা ফরম্যাট ছেড়ে বাকিগুলোতে মনযোগ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। বিশেষ করে টি-টোয়েন্টিতে তাকে মাঝে বিশ্রামও দেওয়া হয়েছিল। তবে মুশফিক নিজে অবশ্য কোনো সিদ্ধান্ত নেননি। এদিকে নির্বাচকরাও অন্তত সংবাদ মাধ্যমে বলছেন তারা চিন্তিত নন।
আজ (১০ মে) বিকেএসপিতে শ্রীলঙ্কা ও বিসিবি একাদশের মধ্যকার প্রস্তুতি ম্যাচ দেখতে গিয়ে সংবাদ মাধ্যমের সাথে আলাপে এমনটা জানান নির্বাচক আব্দুর রাজ্জাক। বরং নাজমুল হাসান পাপনের মন্তব্য ভুলভাবে উপস্থাপন হচ্ছে বলেও দিলেন ইঙ্গিত।
তিনি বলেন, ‘না না, এগুলো আসলে কিছু হয়নি (আলাপ আলোচনা)। পাপন ভাই যেটা বলেছে সেটা কিন্তু অযৌক্তিক না। উনি কিন্তু কারও নাম ধরে বলেনি। পাপন ভাই বলেছে যে এরকম। এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। একটা দলে সম্মান দেওয়া যে আপনি যদি মনে করেন আপনি সিনিয়র ক্রিকেটার, আপনি যদি মনে করেন…। যেমন তামিম কিন্তু বলেছে ওর টি-টোয়েন্টির জন্য… ওর কাছে মনে হচ্ছে। আপনারা সবাই বলছেন ওকে নেওয়া উচিত। কিন্তু ও মনে করেছে ছেড়ে দেওয়া উচিত, ও করেছে।’
‘পাপন ভাই আসলে এটাই বলেছে। কিন্তু সবাই মুশফিকের কথা কেন বলছে আমি জানিনা। কারণ কারও নাম তো উচ্চারণ করেননি। মুশফিক সহ সব সিনিয়রের জন্যই বলেছে, হয়তো পাপন ভাই ওভাবেই বলেছে যদি এরকম হয় কেউ মনে করে যেন ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে। কারণ মিডিয়া থেকে পাপন ভাই জানবে বা পাপন ভাই থেকে মিডিয়া জানবে বা মুশফিক সহ সিনিয়র ক্রিকেটাররা জানবে এটা ঠিক হবে না। তার চেয়ে আগে থেকে কথা বলা।’
শুধু মুশফিক নয় অন্য কোনো ক্রিকেটারের সাথে বাদ দেওয়া নিয়ে আলাপ আলোচনা করেনি নির্বাচকরা। তাদের কাছে যখনই মনে হবে তখনই ক্রিকেটারদের সাথে আলোচনা করবেন বলে জানান রাজ্জাক। তার মতে কথা বলার মধ্যে কোনো সমস্যা নেই।
‘না আসলে এরকম কোনো ইয়ে (আলোচনা) হয়নি। হলে অবশ্যই আমরা কথাই বলতাম। কথা বলতে সমস্যা কি? যদি আমার কাছে মনে হয় কোনো একজন ক্রিকেটারকে নিয়ে যে কথা বলা দরকার তাহলে সমস্যা নেই। আমি মনে করি না যে কোন সমস্যা আছে। যখন আমরা চিন্তা করবো, সিদ্ধান্ত নিব তখন অবশ্যই আমরা কথা বলবো।’