

বিকেএসপির (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) ৩ নম্বর মাঠে আজ (১০ মে) সফরকারী শ্রীলঙ্কা ও বিসিবি একাদশের মধ্যকার দুইদিনের প্রস্তুতি ম্যাচ মাঠে গড়ায়। তবে পুরো দিনে ৪০ মিনিটও খেলা চলেনি বৃষ্টির কারণে।
টস জিতে আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা দেখেশুনে খেলার চেষ্টা করছিল। কিন্তু বেশিক্ষণ তা টেনে নিতে পারেনি। শুরুতেই হারায় অধিনায়ক দিমুথ করুনারত্নেকে। ইনিংসের ৬ষ্ঠ ওভারের শেষ বলে ফিরেছেন ২ রান করে। মুগ্ধর শর্ট বলে জড়তা নিয়ে পুল করতে চেয়েছেন, ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগ হয়নি, ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে।
View this post on Instagram
স্থানীয় সময় তখন ১০ টা ৩৮ মিনিট। ততক্ষণে ১ উইকেট হারিয়ে ১৪ রান লঙ্কানদের স্কোরবোর্ডে। ওপেনার ওশাদা ফার্নান্দো ২৫ বলে ৭ ও ৩ নম্বরে নামা কুশল মেন্ডিস ৪ বলে ৫ রানে অপরাজিত ছিলেন।
এরপর মাঝে বৃষ্টি কমে, মাঠ খেলার উপযোগী হয়, মেন্ডিস-ফার্নান্দোও প্রস্তুত ব্যাট হাতে নামতে। কিন্তু আরেক দফা বৃষ্টি শুরু হলে তা আর সম্ভব হয়নি। বৃষ্টি চলমান থাকায় দুপুর ২ টা ২৫ মিনিটে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করে ম্যাচ রেফারি। ফলে ৮.৩ ওভারেই সীমাবদ্ধ থাকে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা।
View this post on Instagram
বিকেএসপিতে খেলা দেখতে যাওয়া জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক বৃষ্টি বাধায় হয়েছেন হতাশ, ‘খেলা হলে ভালো হতো। ছেলেদের দেখা যেতো। কিন্তু আবহাওয়ার ওপর কারো হাত নেই। আরও একদিন বাকি আছে, দেখা যাক কী হয়।’
সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে):
শ্রীলঙ্কা ১৪/১ (৮.৩), ফার্নান্দো ৭*, করুনারত্নে ২, মেন্ডিস ৫*; রাহি ৪-১-৮-০, মুগ্ধ ৪-১-৬-১।