

আসন্ন নেদারল্যান্ডস-পাকিস্তান ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্বের দায়িত্ব পেলেন নিকোলাস পুরান। অভিজ্ঞ হোল্ডার, হেটমায়ার, লুইসকে ছাড়াই নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ক্যারিবিয়ানরা।
৩১ মে থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৪ জুন ডাচদের সঙ্গে সিরিজ শেষে পাকিস্তানে তিন ওয়ানডে খেলতে যাবে নিকোলাস পুরানের দল। আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ এই দুই সিরিজ।
চমক হিসেবে স্কোয়াডে ডাক পেলেন ডানহাতি ব্যাটসম্যান কেসি কার্টি। সাদা বলের সংস্করণে প্রথমবারের মতো জায়গা হয়েছে জেডন সিলস ও শেমরন লুইসের।
তবে স্কোয়াডে জায়গা হল না জেসন হোল্ডার, শিমরন হেটমায়ার আর এভিন লুইসের মতো তারকাদের।
অধিনায়ক হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে নিজের মেয়াদ শুরু করবেন নিকোলাস পুরান।
ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড:
নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ, এনক্রুমাহ বোনার, শামার ব্রুকস, কেসি কার্টি, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, শেরমন লুইস, কাইল মেয়ার্স, অ্যান্ডারসন ফিলিপ, রোভম্যান পাওয়েল, জেডন সিলস, রোমারিও শেফার্ড এবং হেইডেন ওয়ালশ জুনিয়র