করুনারত্নেকে ফেরালেন মুগ্ধ, এরপর বিকেএসপিতে বৃষ্টি

করুনারত্নেকে ফেরালেন মুগ্ধ, এরপর বিকেএসপিতে বৃষ্টি
Vinkmag ad

বিকেএসপির (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) ৩ নম্বর মাঠে চলছে সফরকারী শ্রীলঙ্কা ও বিসিবি একাদশের মধ্যকার দুইদিনের প্রস্তুতি ম্যাচ। তবে আধঘন্টার খানিক বেশি সময় খেলা মাঠে গড়াতেই নেমেছে বৃষ্টি।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা দেখেশুনে খেলার চেষ্টা করছিল। কিন্তু বেশিক্ষণ তা টেনে নিতে পারেনি। শুরুতেই হারায় অধিনায়ক দিমুথ করুনারত্নেকে। ইনিংসের ৬ষ্ঠ ওভারের শেষ বলে ফিরেছেন ২ রান করে। মুগ্ধর শর্ট বলে জড়তা নিয়ে পুল করতে চেয়েছেন, ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগ হয়নি, ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে।

তবে ইনিংসের ৮ম ওভারেই নামে বৃষ্টি। স্থানীয় সময় তখন ১০ টা ৩৮ মিনিট। ততক্ষণে ৭.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৪ রান লঙ্কানদের স্কোরবোর্ডে। ওপেনার ওশাদা ফার্নান্দো ২৫ বলে ৭ ও ৩ নম্বরে নামা কুশল মেন্ডিস ৪ বলে ৫ রানে অপরাজিত আছেন।

 

View this post on Instagram

 

A post shared by cricket97 (@cricket97bd)

উল্লেখ্য, ১৫ মে চট্টগ্রামে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের দলে আছে এমন ক্রিকেটারদের মাঝে কেবল মোসাদ্দেক হোসেন সৈকত খেলছেন বিসিবি একাদশের হয়ে। এর বাইরে সুযোগ পেয়েছেন টেস্ট দল থেকে বাদ পড়া সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি। ঘরোয়া ক্রিকেটে দারুণ সফল এনামুল হক বিজয়ও জায়গা পেয়েছেন। দলটির নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ মিঠুন।

৯৭ প্রতিবেদক

Read Previous

বুমরাহর অমন বোলিংয়ের পরেও হারল মুম্বাই

Read Next

দুই সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড ঘোষণা

Total
0
Share