

জাসপ্রীত বুমরাহর ক্যারিয়ার সেরা বোলিং সত্ত্বেও পরাজিত দলে স্থান পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। কোলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কাছে তারা হেরেছে ৫২ রানের ব্যবধানে।
শুরুতে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডারের ব্যাটসম্যানদের কল্যাণে ভালো অবস্থানে ছিল কেকেআর৷ তবে বুমরাহর দারুণ মুন্সিয়ানায় ৯ উইকেটে ১৬৫ রানে থামে তারা। নিতিশ রানা ও ভেঙ্কটেশ আইয়ার দুইজনই ৪৩ রান করে করেন। আজিঙ্কা রাহানের ব্যাট থেকে আসে ২৫ রান।
বুমরাহ ৪ ওভারে ১ মেডেনে মাত্র ১০ রান দিয়ে ৫ উইকেট নেন। কুমার কার্তিকেয় পান ২ উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে সুরিয়া কুমার যাদবের অনুপস্থিতিতে ইশান কিশান ছাড়া মুম্বাইয়ের আর কোন ব্যাটসম্যান নিজেদের মেলে ধরতে পারেনি। মাত্র ১১৩ রানে গুটিয়ে যায় তারা। ইশান কিশান সর্বোচ্চ ৫১ রান করেন। কাইরন পোলার্ড ১৫ ও টিম ডেভিড ১৩ রান নেন।
কেকেআরের পক্ষে প্যাট কামিন্স ৩টি ও আন্দ্রে রাসেল ২টি উইকেট পান।
দল না জিতলেও সান্ত্বনাস্বরূপ ম্যাচ সেরার পুরস্কার পান জাসপ্রীত বুমরাহ।
সংক্ষিপ্ত স্কোরঃ
কোলকাতা নাইট রাইডার্সঃ ১৬৫/৯ (২০), ভেঙ্কটেশ ৪৩, রাহানে ২৫, নিতিশ ৪৩, শ্রেয়াস ৬, রাসেল ৯, রিংকু ২৩*, জ্যাকসন ৫, কামিন্স ০, নারাইন ০, সাউদি ০, বরুণ ০*; বুমরাহ ৪-১-১০-৫, মুরুগান ৪-০-৩৫-১, স্যামস ৪-০-২৬-১, কার্তিকেয় ৩-০-৩২-২
মুম্বাই ইন্ডিয়ান্সঃ ১১৩/১০ (১৭.৩), ইশান ৫১, রোহিত ২, তিলক ৬, ডেভিড ১৩, রমনদ্বীপ ১২, পোলার্ড ১৫, স্যামস ১, মুরুগান ০, কার্তিকেয় ৩, বুমরাহ ০, মেরেডিথ ০*; সাউদি ৩-০-১০-১, কামিন্স ৪-০-২২-৩, রাসেল ২.৩-০-২২-২, বরুণ ৩-০-২২-১
ফলাফলঃ কোলকাতা নাইট রাইডার্স ৫২ রানে জয়ী
ম্যাচ সেরাঃ জাসপ্রীত বুমরাহ (মুম্বাই ইন্ডিয়ান্স)।