আইপিএল শেষ সুরিয়াকুমার যাদবের

আইপিএল শেষ সুরিয়াকুমার যাদবের
Vinkmag ad

এমনিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ইতিহাসে সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। সবচেয়ে বেশিবার শিরোপা জেতা মুম্বাই এবার প্লে অফে উঠতেই ব্যর্থ হয়েছে। শুরুর ৮ ম্যাচে টানা হারা মুম্বাই শিবিরে আরেক দুঃসংবাদ। ইনজুরিতে আইপিএল শেষ সুরিয়াকুমার যাদবের।

এক বিবৃতি দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স জানিয়েছে, ‘সুরিয়াকুমার যাদবের বাম হাতে মাসল স্ট্রেইন হয়েছে। যেকারণে আইপিএলের এবারের মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে গেছেন তিনি। তাকে বিসিসিআই মেডিক্যাল টিমের সঙ্গে আলাপ করে বিশ্রাম নিতে উপদেশ দেওয়া হয়েছে।’

দল ব্যর্থ হলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সুরিয়াকুমার যাদব। ৮ ম্যাচ খেলে ৪৩.২৮ গড়ে ৩০৩ রান করেছেন তিনি, যা মুম্বাই শিবিরে ২য় সর্বোচ্চ। তার চেয়ে বেশি রান করেছেন কেবল তিলক বার্মা (১০ ম্যাচে ৩২৮)।

১৪৫.৬৭ স্ট্রাইক রেটে ৩০৩ রান করা সুরিয়াকুমার যাদব ৩ বার পার করেছেন ফিফটির গন্ডি। ২৩ টি চার হাঁকানোর সাথে মেরেছেন ১৬ টি ছক্কা।

৯৭ ডেস্ক

Read Previous

এলপিএলের জন্য বাতিল পাকিস্তান-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ

Read Next

বুমরাহর অমন বোলিংয়ের পরেও হারল মুম্বাই

Total
0
Share