

এমনিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ইতিহাসে সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। সবচেয়ে বেশিবার শিরোপা জেতা মুম্বাই এবার প্লে অফে উঠতেই ব্যর্থ হয়েছে। শুরুর ৮ ম্যাচে টানা হারা মুম্বাই শিবিরে আরেক দুঃসংবাদ। ইনজুরিতে আইপিএল শেষ সুরিয়াকুমার যাদবের।
এক বিবৃতি দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স জানিয়েছে, ‘সুরিয়াকুমার যাদবের বাম হাতে মাসল স্ট্রেইন হয়েছে। যেকারণে আইপিএলের এবারের মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে গেছেন তিনি। তাকে বিসিসিআই মেডিক্যাল টিমের সঙ্গে আলাপ করে বিশ্রাম নিতে উপদেশ দেওয়া হয়েছে।’
???????????????????????????????? ????????????????????????????????????
Suryakumar Yadav has sustained a muscle strain on his left fore arm, and has been ruled out for the season. He has been advised rest, in consultation with the BCCI medical team. pic.twitter.com/78TMwPemeJ
— Mumbai Indians (@mipaltan) May 9, 2022
দল ব্যর্থ হলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সুরিয়াকুমার যাদব। ৮ ম্যাচ খেলে ৪৩.২৮ গড়ে ৩০৩ রান করেছেন তিনি, যা মুম্বাই শিবিরে ২য় সর্বোচ্চ। তার চেয়ে বেশি রান করেছেন কেবল তিলক বার্মা (১০ ম্যাচে ৩২৮)।
NEWS – Suryakumar Yadav ruled out of TATA IPL 2022
More details here – https://t.co/1DchNAPSiY #TATAIPL pic.twitter.com/iVmLMBNNVz
— IndianPremierLeague (@IPL) May 9, 2022
১৪৫.৬৭ স্ট্রাইক রেটে ৩০৩ রান করা সুরিয়াকুমার যাদব ৩ বার পার করেছেন ফিফটির গন্ডি। ২৩ টি চার হাঁকানোর সাথে মেরেছেন ১৬ টি ছক্কা।