এলপিএলের জন্য বাতিল পাকিস্তান-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ

এলপিএলের জন্য বাতিল পাকিস্তান-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ
Vinkmag ad

পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ বাতিল করা হয়েছে। কারণ এই সিরিজের জন্য নির্ধারিত সময়ে এসএলসি (শ্রীলঙ্কা ক্রিকেট) লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজন করতে চায়।

দুই দলের মধ্যে ২ ম্যাচের টেস্ট সিরিজ মাঠে গড়াবে জুলাই মাসে। যদিও এখনো চূড়ান্ত কোন সূচি আসেনি।

পিসিবির মিডিয়া মুখপাত্র সামি উল হাসান সংবাদমাধ্যমকে জানান, ‘শ্রীলঙ্কা ক্রিকেট তাদের আর্থিক ক্ষতি পোষাতে এলপিএল ১ সপ্তাহ আগে আয়োজন করতে চায়। তাই তারা আমাদের ওয়ানডে সিরিজ বাতিল করতে বলেছে।’

‘যেহেতু ওয়ানডে সিরিজটা আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ ছিল না তাই আমরা আপত্তি করিনি। সিরিজের চূড়ান্ত সূচি নিয়ে আলোচনা চলছে। এবং সেটা অচিরেই জানানো হবে।’

শ্রীলঙ্কা ২০২২ এশিয়া কাপের আয়োজক। তবে যদি অস্ট্রেলিয়া তাদের নির্ধারিত সফরে শ্রীলঙ্কা যেতে না চায় তাহলে আগস্টে শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজন শঙ্কার মুখে পড়বে।

রাজনৈতিক ও অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে শ্রীলঙ্কা। সাধারণ মানুষ নেমেছে রাস্তায়, তাদের চাওয়া মৌলিক সুবিধাগুলোও পুরণ করতে পারছে না ক্ষমতাসীনরা।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) ও তাদের শঙ্কার কথা জানিয়েছে। এশিয়া কাপ তাই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে কিনা তা জানা যাবে আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) শেষে। এই আসর শ্রীলঙ্কায় না হলে হতে পারে সংযুক্ত আরব আমিরাতে।

৯৭ ডেস্ক

Read Previous

সেমিফাইনালের আগে ‘নিষিদ্ধ ইনজেকশন’ দেওয়া হয় রিজওয়ানকে

Read Next

আইপিএল শেষ সুরিয়াকুমার যাদবের

Total
46
Share