‘জয়-শরিফুল একদিন কিংবদন্তি হবে’

নাভিদ নেওয়াজ
Vinkmag ad

২০২০ সালের যুব বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের কোচ ছিলেন নাভিদ নেওয়াজ। যে আসরে আলো কাড়া দুই টাইগার যুবা শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয় এখন জাতীয় দলে। এদিকে ভূমিকা বদলে শ্রীলঙ্কার সহকারী কোচ নেওয়াজ। তার প্রথম অ্যাসাইনমেন্ট বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ। সে উদ্দেশে বাংলাদেশে এসেই শরিফুল-জয়কে নিয়ে সম্ভাবনার বুলি আওড়ালেন, দুজনের মাঝে দেখেন ভবিষ্যত কিংবদন্তী।

বাংলাদেশকে প্রথম আইসিসি ইভেন্টে শিরোপা জেতানো নেওয়াজ পরের আসরেও বাংলাদেশ যুব দলের কোচ ছিলেন। তার সাথে বিসিবির চুক্তি ছিল ২০২৩ সালে আগস্ট পর্যন্ত। কিন্তু নিজ দেশ শ্রীলঙ্কার সহকারী কোচ হওয়ার প্রস্তাবে ইস্তফা দিতে হয় বিসিবি চাকরির।

তার আগেই অবশ্য পুরোনো দুই শিষ্য শরিফুল ও জয় বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন। শরিফুল ইতোমধ্যে খেলে ফেলেছেন ৩ ফরম্যাটে (৩ টেস্ট, ১০ ওয়ানডে ও ১৯ টি-টোয়েন্টি)। অন্যদিকে জয় ৪ টেস্টের ক্যারিয়ারেই রেখেছেন সামর্থ্যের ছাপ।

গতকাল (৮ মে) বাংলাদেশে পৌঁছে আজই মিরপুরে অনুশীলন শুরু করে শ্রীলঙ্কা। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন নাভিদ নেওয়াজ। সেখানেই শিষ্য শরিফুল-জয়কে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

তিনি বলেন, ‘যেকোনো পরিস্থিতি সামলানোর জন্য তাদের স্কিল যথেষ্ট আছে। আমি থাকা বা না থাকায় কিছু যায় আসে না। তারা আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেয়েছে। ভবিষ্যতেও বিভিন্ন দেশে গিয়ে মানিয়ে নিতে হবে তাদের। আশা করি, তারা একদিন বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তী হবে।’

নতুন ভূমিকায় বাংলাদেশে আসা নেওয়াজ যোগ করেন, ‘আমার দেশে ফিরতে পারাটা ভালো ব্যাপার। বাংলাদেশে কাটানো ৪ বছর আমি দারুণ উপভোগ করেছি। আমার মনে হয় বাংলাদেশকে কিছু একটা দেওয়ার মতো আমার সামর্থ্য ছিল, ৪ বছর এখানে কাটানো সময়টাকে ন্যায় সঙ্গত করার জন্য। আর আবারও নিজের ঘরে ফিরতে পেরে আমি খুশি।’

৯৭ প্রতিবেদক

Read Previous

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে দুই দলের ব্যাটারদের লড়াই দেখছেন নেওয়াজ

Read Next

সেমিফাইনালের আগে ‘নিষিদ্ধ ইনজেকশন’ দেওয়া হয় রিজওয়ানকে

Total
34
Share