

ফাফ ডু প্লেসিসের অধিনায়কোচিত ইনিংস ও ওয়ানিন্দু হাসারাঙ্গার অসাধারণ বোলিংয়ে দাপুটে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। সানরাইজার্স হায়দ্রাবাদকে তারা ৬৭ রানের ব্যবধানে হারিয়েছে।
প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৯২ রান করে আরসিবি। ভিরাট কোহলি প্রথম বলে ডাক মারলেও বাকি ব্যাটসম্যানরা ঠিকই রান করেছেন। ডু প্লেসিস সর্বোচ্চ ৭৩ রানে অপরাজিত থাকেন। এছাড়া রজত পাতিদার ৪৮, গ্লেন ম্যাক্সওয়েল ৩৩ ও দীনেশ কার্তিক অপরাজিত ৩০ রান করেন।
হায়দ্রাবাদের পক্ষে জগদেশা সুচিথ ২টি উইকেট পান।
জবাবে ব্যাটিংয়ে নেমে হাসারাঙ্গার স্পিন ঘূর্ণিতে ১২৫ রানে গুটিয়ে যায় হায়দ্রাবাদের ব্যাটিং লাইনআপ। রাহুল ত্রিপাঠির ব্যাট থেকে আসে ৫৮ রান। এইডেন মার্করাম করেন ২১ রান।
হাসারাঙ্গা ৪ ওভারে ১ মেডেন সমেত মাত্র ১৮ রান দিয়ে নেন মূল্যবান ৫ উইকেট, হয়েছেন ম্যাচ সেরাও। এছাড়া জশ হ্যাজেলউড পান ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরঃ ১৯২/৩ (২০), কোহলি ০, ডু প্লেসিস ৭৩*, পাতিদার ৪৮, ম্যাক্সওয়েল ৩৩, কার্তিক ৩০*; সুচিথ ৪-০-৩০-২, টিয়াগি ৪-০-৪২-১
সানরাইজার্স হায়দ্রাবাদঃ ১২৫/১০ (১৯.২), অভিষেক ০, উইলিয়ামসন ০, ত্রিপাঠি ৫৮, মার্করাম ২১, পুরান ১৯, সুচিথ ২, শশাঙ্ক ৮, টিয়াগি ০, ভুবনেশ্বর ৮, উমরান ০, ফারুকি ২*; ম্যাক্সওয়েল ২-০-১৩-১, হ্যাজেলউড ৪-০-১৭-২, হাসারাঙ্গা ৪-১-১৮-৫, হারশাল ৩.২-০-২০-১
ফলাফলঃ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৬৭ রানে জয়ী
ম্যাচ সেরাঃ ওয়ানিন্দু হাসারাঙ্গা (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)।