

আইপিএলের মাঝপথেই রাজস্থান রয়্যালসের ক্যারিবিয়ান ব্যাটসম্যান শিমরন হেটমেয়ার বায়ো বাবল ছাড়লেন। প্রথমবার বাবা হওয়ার এই সময়ে স্ত্রীর পাশে থাকার জন্য হেটমেয়ার ফিরে গেলেন নিজ দেশে।
জীবনের গুরুত্বপূর্ণ সময়ে স্ত্রীর পাশে থাকার জন্যই রবিবার ভোরে দেশে ফেরার বিমান ধরেছেন শিমরন। সম্প্রতি রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্জাইজি টুইটারে এক ভিডিও পোস্ট করে এই বার্তা জানিয়েছে।
Shimron Hetmyer has travelled back to Guyana early morning today for the imminent birth of his first child, but he’ll be back soon. 💗
Read more: https://t.co/cTUb3vFiNl#RoyalsFamily | @SHetmyer pic.twitter.com/u52aO9Dcct
— Rajasthan Royals (@rajasthanroyals) May 8, 2022
‘আজ সকালেই গায়ানাতে উড়ে গেলেন শিমরন হেটমেয়ার। তাঁর স্ত্রী প্রথম সন্তানের জন্ম দিতে চলেছে। তবে দ্রুতই হেটমেয়ার দলের সঙ্গে যোগ দেবেন।’
মেগা নিলাম থেকে ওয়েস্ট উইন্ডিজের তারকা ব্যাটসম্যান শিমরন হেটমেয়ারকে এই মৌসুমে রাজস্থান রয়্যালস ৮.৫ কোটি ভারতীয় রূপিতে দলে নিয়েছে। ব্যাট হাতে অবদান রেখেছেন দারুণভাবে। ৭২ গড়ে ১১ ইনিংসে মোট ২৯১ রান করেছেন ক্যারিবিয়ান এই বাঁহাতি।
১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে রাজস্থান রয়্যালস এখন তিনে। ৭টিতে জিতেছে, ৪টিতে হেরেছে। প্লে-অফ খেলার অন্যতম দাবিদার এই দলটি।