তবুও অধিনায়ক রিয়াদেই আস্থা পাপনের

ওয়ানডেতে হতশ্রী ব্যাটিং করা রিয়াদ টি-টোয়েন্টিতে প্রথম বল থেকেই মারবেন
Vinkmag ad

কাগজে-কলমে বাংলাদেশের সফল টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ সহ সাম্প্রতিক দলীয় ও ব্যক্তিগত পারফরম্যান্স তার হয়ে কথা বলছে না। যে কারণে আগামী বিশ্বকাপের আগে অধিনায়ক বদল নিয়ে আলোচনা হচ্ছে। যদিও বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সভাপতি নাজমুল হাসান পাপন আস্থা রাখছেন রিয়াদেই।

৪০ ম্যাচে নেতৃত্ব দিয়ে ২৪ পরাজয়ের বিপরীতে দলকে ১৬ ম্যাচে জয় এনে দেন রিয়াদ। অভিজ্ঞ এই সেনানী মাশরাফি বিন মুর্তজাকে টপকে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে বেশি ম্যাচ জেতানো অধিনায়কও।

তবে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল পর্বে কোন ম্যাচ জেতেনি বাংলাদেশ। সব মিলিয়ে সর্বশেষ ১০ ম্যাচে জয় মাত্র একটি! যে ১০ ম্যাচে ব্যাট হাতেও ব্যর্থ টাইগার দলপতি, ৩০ পেরোনো ইনিংস কেবল একটি।

এদিকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি নেই ৬ মাসও। তার আগে অধিনায়কত্ব বদলের কোনো ভাবনা আছে কিনা বিসিবির এমন প্রশ্নও উঠেছে। কিন্তু অধিনায়ক রিয়াদকে নিয়ে চিন্তার কিছু দেখেন না পাপন। বরং বিসিবি বসের মতে বেশ ভালো করছে টি-টোয়েন্টির বর্তমান দলপতি।

আজ (৮ মে) সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার দেখা মতে, আমার জানা মতে টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদ খুবই ভালো করছে অধিনায়ক হিসেবে। অধিনায়কত্ব এক জিনিস, খেলা আরেক জিনিস। কিন্তু ওর অধিনায়কত্বে আমার কাছে কোনো সমস্যা নাই। সমস্যাটা হল টি-টোয়েন্টি আরেকটা ফরম্যাট যেখানে আমরা ওয়ানডের চেয়ে অনেক বেশি দুর্বল।’

‘টি-টোয়েন্টিতে আসলে আমাদের নতুন কিছু খেলোয়াড় দরকার। আর আগামী বিশ্বকাপের আগে আমাদের ১৬ টা ম্যাচ আছে, ত্রিদেশীয় সিরিজ সহ এতগুলো খেলা আছে। অনুশীলন ম্যাচ আছে। টানা খেলা, আপনি যদি মনে করেন সিনিয়র ক্রিকেটাররা সব খেলে যাবে টেস্ট, ওয়ানডে, বিশ্বকাপ, টি-টোয়েন্টি সবগুলো খেলবে এটাতো ওদের উপর চাপ হতেই পারে।’

‘আমরা আশা করছি আমাদের দেশের জন্য, দলের জন্য যার যে ফরম্যাট খেলার দরকার সে যেন থাকে। এটা যদি ওদেরও সিদ্ধান্ত হয় তাহলে আমাদের সবার জন্যই ভালো। কি বলেন? সবাই যদি বেছে বেছে টি-টোয়েন্টি খেলে আমাদের ওয়ানডে দলও তো খারাপ হয়ে যাবে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

টানা দুই টেস্ট খেলার মানসিকতা নেই বাংলাদেশের ক্রিকেটারদের

Read Next

পাপন বলছেন সিনিয়ররা নিজেরা না সরলে ব্যবস্থা নিবে বোর্ড

Total
1
Share