

লখনৌ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালসের বিপক্ষে টানা দুই ম্যাচে গোল্ডেন ডাকের স্বাদ পাওয়া ভিরাট কোহলি রাজস্থান রয়্যালসের বিপক্ষে আউট হয়েছিলেন ৯ রান করে। গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে ফিফটি করেছিলেন বটে, তবে স্ট্রাইক রেট নিয়ে হয়েছিলেন সমালোচিত।
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৩৩ বলে ৩০ রান করে দলে অস্বস্তি বাড়িয়েছিলেন। ৯০.৯০ স্ট্রাইক রেট ঠিক টি-টোয়েন্টি সুলভ নয়।
সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে আজকের ম্যাচে অবশ্য স্ট্রাইক রেটের ভাবনা ভাবতে হয়নি কাউকে। মোকাবেলা করা প্রথম বলেই সাজঘরের পথ ধরেছেন কোহলি।
View this post on Instagram
চলমান আইপিএলে এটি কোহলির ৩য় ডাক, ৩ টিই গোল্ডেন ডাক! ১২ ম্যাচে ১৯.৬৩ গড়ে করেছেন ২১৬ রান। স্ট্রাইক রেটটা ১২০ এর নিচে- ১১১.৩৪।
এমনিতে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক ভিরাট কোহলি। ৬৪৯৯ আইপিএল রানের মালিক কোহলি খেলছেন ২০০৮ সাল থেকেই। এর আগের আসরগুলো মিলে কেবল ৩ বার গোল্ডেন ডাকের স্বাদ পেয়েছিলেন, এবারের আসরেই পেলেন আরও ৩ বার।
Most IPL golden ducks
10 – Rashid Khan
7 – Harbhajan Singh
6 – Virat Kohli 👈
6 – R Ashwin
6 – AB de Villiers
6 – Gautam Gambhir
6 – Parthiv Patel
6 – Suresh RainaFOLLOW LIVE:
👉 https://t.co/fTXP2FxvFk 👈#SRHvRCB | #RCBvSRH | #IPL2022— 🏏Flashscore Cricket Commentators (@FlashCric) May 8, 2022
নভেম্বর ২০১৯ এর পর থেকে কোহলির ব্যাটে নেই সেঞ্চুরিও। প্রশ্নটা তাই এসেই যায়, কোহলির হয়েছে টা কি!