টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ!

নাসুম-লিটনের দিনে বাংলাদেশের বড় জয়
Vinkmag ad

অস্ট্রেলিয়া বিশ্বকাপের সেরা প্রস্তুতির লক্ষ্যে আগেই সেখানে ক্যাম্প করার পরিকল্পনা ছিল বাংলাদেশের। তবে আরও ভালোভাবে প্রস্তুত হতে ক্যাম্প ছাড়াও নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলার সর্বাত্মক চেষ্টা করছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)।

চলতি বছর অক্টোবরে মাঠে গড়াবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে লক্ষ্যে অ্যাডিলেডে ১৪ দিনের ক্যাম্প করার কথা ছিল টাইগারদের। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশা উপহার দেওয়া বাংলাদেশ এবার ভিন্ন কিছু করতে চায়।

আরও পড়ুনঃ কক্সবাজারে শুরু সিলেটে শেষ, শুরুতে চম্পাকা মাঝে হাল ধরবেন রেডফোর্ড

১৪ দিনের ক্যাম্প কমিয়ে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলাতেই যে কারণে বাড়তি মনযোগ। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস অবশ্য বলছেন সবকিছু আলাপ আলোচনা পর্যায়ে আছে এখনো।

সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘১৪ দিনের একটা ক্যাম্প করার কথা ছিল অ্যাডিলেডে। আমরা চেষ্টা করছি নিউজিল্যান্ডে যদি একটা ত্রিদেশীয় সিরিজ খেলতে পারি তাহলে আমরা এখানে (অ্যাডিলেডে) সংক্ষিপ্ত করে দিব। এখনো চূড়ান্ত হয়নি, আলাপ আলোচনা চলছে।’

উল্লেখ্য, বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু হবে ২৪ অক্টোবর প্রথম পর্বে ‘এ’ গ্রুপ থেকে রানার আপ হওয়া দলের বিপক্ষে ম্যাচ দিয়ে।

৯৭ প্রতিবেদক

Read Previous

কক্সবাজারে শুরু সিলেটে শেষ, শুরুতে চম্পাকা মাঝে হাল ধরবেন রেডফোর্ড

Read Next

বাংলাদেশকে হালকাভাবে নেওয়াটা বোকামি বলছেন ম্যাথুস

Total
11
Share