

আগামী ১৪ মে থেকে শুরু হচ্ছে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের এবারের কার্যক্রম। এখনো স্কোয়াড ঘোষণা না হলেও ক্যাম্পের ভেন্যু ও পরিকল্পনা চূড়ান্ত করেছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)।
দুই ধাপে চলবে দুই মাসের এই ক্যাম্প। প্রথম ধাপে কক্সবাজারে ফিটনেস ও বোলিং এবং দ্বিতীয় ধাপে সিলেটে হবে স্কিল ক্যাম্প। ক্যান্সার জয়ী প্রধান কোচ টবি রেডফোর্ডকে এবারও শুরু থেকে পাওয়া যাচ্ছে না। তার অবর্তমানে কক্সবাজার পর্ব পরিচালনা করবেন পেস বোলিং কোচ চম্পাকা রামানায়েক।
এইচপি ইউনিটের ম্যানেজার জামাল উদ্দিন বাবু ‘ক্রিকেট৯৭’ কে বলেন, ‘এইচপির ক্যাম্প শুরু হচ্ছে ১৪ মে থেকে। প্রথম ধাপে কক্সবাজারে চলবে ২ জুন পর্যন্ত। এই ধাপে ফিটনেস ও বোলিং নিয়ে কাজ হবে, যা পরিচালনা করবেন চম্পাকা রামানায়েক।’
‘আর দ্বিতীয় ধাপে সিলেটে হবে স্কিল ক্যাম্প। যা চলবে কুরবানি ঈদের আগ পর্যন্ত। স্কিল ক্যাম্পের আগে যোগ দিবে এইচপি প্রধান কোচ টবি রেডফোর্ড।’
ক্যাম্পের শেষদিকে ‘এ’ দল কিংবা বাংলাদেশ টাইগার্স নামক ছায়া জাতীয় দলের সাথে কয়েকটি ম্যাচ খেলার পরিকল্পনাও আছে বলে জানান জামাল। যদিও এইচপির বিদেশ সফর আটকে আছে কিছু জটিলতায়। অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কা ও মাঠ সংকটে পূর্ব নির্ধারিত আয়ারল্যান্ড সফর স্থগিত হয়েছে।