কোলকাতাকে পাত্তা না দিয়ে হারাল লখনৌ

কোলকাতাকে পাত্তা না দিয়ে হারাল লখনৌ
Vinkmag ad

লখনৌ সুপার জায়ান্টসের বোলারদের সামনে হতাশাজনকভাবে পর্যুদস্ত হলো কোলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ব্যাটসম্যানরা। ৭৫ রানের ব্যবধানে কেকেআরকে শোচনীয়ভাবে পরাস্ত করলো লখনৌ।

আগে ব্যাটিং পাওয়া লখনৌ ৭ উইকেটে ১৭৬ রান করে। মাত্র ২৯ বলে ৪ চার ও ৩ ছয়ে সর্বোচ্চ ৫০ রান কুইন্টন ডি ককের। এছাড়া দীপক হুডা ৪১ ও মার্কাস স্টয়নিস ২৮ রান করেন।

কেকেআরের পক্ষে আন্দ্রে রাসেল ২ উইকেট নেন।

জবাবে রাসেল ও সুনীল নারাইন ছাড়া লখনৌর বোলারদের সামনে আর দাঁড়াতেই পারেনি কেকেআরের ব্যাটসম্যানরা। আবেশ খান ও জেসন হোল্ডারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১০১ রানে গুটিয়ে যায় কেকেআরের ইনিংস। রাসেল মাত্র ১৯ বলে ৪৫ রান করেন। এছাড়া সুনীল নারাইন ২২ রান করেন।

আবেশ ৩ ওভারে ১ মেডেনসহ ১৯ রানে ৩ উইকেট পান, একইসাথে ম্যাচ সেরার পুরস্কারও যায় তার কাছে। এছাড়া জেসন হোল্ডার ৩ উইকেট পেলেও রান খরুচে ছিলেন।

সংক্ষিপ্ত স্কোরঃ

লখনৌ সুপার জায়ান্টসঃ ১৭৬/৭ (২০), ডি কক ৪০, রাহুল ০, হুডা ৪২, ক্রুনাল ২৫, বাদোনি ১৫*, স্টয়নিস ২৮, হোল্ডার ১৩, চামিরা ০; সাউদি ৪-০-২৮-১, মাভি ৪-০-৫০-১, নারাইন ৪-০-২০-১, রাসেল ৩-০-২২-২

কোলকাতা নাইট রাইডার্সঃ ১০১/ (১৪.৩), ইন্দ্রজিৎ ০, ফিঞ্চ ১৪, শ্রেয়াস ৬, রানা ২, রিংকু ৬, রাসেল ৪৫, নারাইন ২২, অনুকূল ০, মাভি ১*,সাউদি ০, হারশিত ২; মহসিন ৩-১-৬-১, চামিরা ৩-০-১৪-১, আবেশ ৩-১-১৯-৩, হোল্ডার ২.৩-০-৩১-৩, বিষ্ণয় ৩-০-৩০-১

ফলাফলঃ লখনৌ সুপার জায়ান্টস ৭৫ রানে জয়ী

ম্যাচ সেরাঃ আবেশ খান (লখনৌ সুপার জায়ান্টস)।

৯৭ ডেস্ক

Read Previous

রানবন্যার ম্যাচে পাঞ্জাবকে হারাল রাজস্থান

Read Next

কক্সবাজারে শুরু সিলেটে শেষ, শুরুতে চম্পাকা মাঝে হাল ধরবেন রেডফোর্ড

Total
2
Share