রানবন্যার ম্যাচে পাঞ্জাবকে হারাল রাজস্থান

রানবন্যার ম্যাচে পাঞ্জাবকে হারাল রাজস্থান
Vinkmag ad

অসাধারণ এক কামব্যাক ইনিংস দিয়ে রাজস্থান রয়্যালসকে দুর্দান্ত জয় উপহার দিলেন যশস্বী জয়সাওয়াল। তার চমৎকার ব্যাটিংয়ের কল্যাণে রানবন্যার ম্যাচে পাঞ্জাব কিংসকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে রাজস্থান।

১৯০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরু থেকে বুঝেশুনে খেলতে থাকেন জয়সাওয়াল। জস বাটলারের সাথে ৪৬ রান, অধিনায়ক সাঞ্জু স্যামসনের সাথে ৩৯ রান ও দেবদূত পাডিকালের সাথে ৫৬ রানের জুটি গড়ে দলের জয়ের ক্ষেত্রে সিংহভাগ অবদান রাখেন তিনি।

৪১ বলে ৯ চার ও ২ ছয়ে ৬৮ রানের ম্যাচজয়ী ইনিংস সাজান জয়সাওয়াল, যা পরবর্তীতে ম্যাচ সেরার পুরস্কার এনে দেয় তাকে। শেষদিকে শিমরন হেটমেয়ারের মাত্র ১৬ বলে অপরাজিত ৩১ রানের ঝড়ো ব্যাটিংয়ে ২ বল বাকি থাকতে কাঙ্ক্ষিত জয় পেয়ে যায় রাজস্থান।

পাঞ্জাবের পক্ষে আর্শদ্বীপ সিং ২ উইকেট পান।

এর আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৮৯ রান করে পাঞ্জাব। সর্বোচ্চ ৫৬ রান জনি বেয়ারস্টোর। জিতেশ শর্মা মাত্র ১৮ বলে অপরাজিত ৩৮ রান করেন।

রাজস্থানের যুজবেন্দ্র চাহাল ৩ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোরঃ

পাঞ্জাব কিংসঃ ১৮৯/৫ (২০), বেয়ারস্টো ৫৬, শিখর ১২, রাজাপাকসে ২৭, মায়াঙ্ক ১৫, জিতেশ ৩৮*, লিভিংস্টোন ২২, ঋষি ৫*; কৃষ্ণা ৪-০-৪৮-১, অশ্বিন ৪-০-৩২-১, চাহাল ৪-০-২৮-৩

রাজস্থান রয়্যালসঃ ১৯০/৪ (১৯.৪), জয়সাওয়াল ৬৮, বাটলার ৩০, স্যামসন ২৩, পাডিকাল ৩১, হেটমেয়ার ৩১*, পরাগ ০*; রাবাদা ৪-০-৫০-১, আর্শদ্বীপ ৪-০-২৯-২, ঋষি ৩-০-২৫-১,

ফলাফলঃ রাজস্থান রয়্যালস ৬ উইকেটে জয়ী

ম্যাচ সেরাঃ যশস্বী জয়সাওয়াল (রাজস্থান রয়্যালস)।

৯৭ ডেস্ক

Read Previous

ঈদ আনন্দের মাঝেই বড় দুর্ঘটনা মাশরাফির, পায়ে পড়েছে ২৭ সেলাই

Read Next

কোলকাতাকে পাত্তা না দিয়ে হারাল লখনৌ

Total
1
Share