

অসাধারণ এক কামব্যাক ইনিংস দিয়ে রাজস্থান রয়্যালসকে দুর্দান্ত জয় উপহার দিলেন যশস্বী জয়সাওয়াল। তার চমৎকার ব্যাটিংয়ের কল্যাণে রানবন্যার ম্যাচে পাঞ্জাব কিংসকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে রাজস্থান।
১৯০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরু থেকে বুঝেশুনে খেলতে থাকেন জয়সাওয়াল। জস বাটলারের সাথে ৪৬ রান, অধিনায়ক সাঞ্জু স্যামসনের সাথে ৩৯ রান ও দেবদূত পাডিকালের সাথে ৫৬ রানের জুটি গড়ে দলের জয়ের ক্ষেত্রে সিংহভাগ অবদান রাখেন তিনি।
৪১ বলে ৯ চার ও ২ ছয়ে ৬৮ রানের ম্যাচজয়ী ইনিংস সাজান জয়সাওয়াল, যা পরবর্তীতে ম্যাচ সেরার পুরস্কার এনে দেয় তাকে। শেষদিকে শিমরন হেটমেয়ারের মাত্র ১৬ বলে অপরাজিত ৩১ রানের ঝড়ো ব্যাটিংয়ে ২ বল বাকি থাকতে কাঙ্ক্ষিত জয় পেয়ে যায় রাজস্থান।
পাঞ্জাবের পক্ষে আর্শদ্বীপ সিং ২ উইকেট পান।
এর আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৮৯ রান করে পাঞ্জাব। সর্বোচ্চ ৫৬ রান জনি বেয়ারস্টোর। জিতেশ শর্মা মাত্র ১৮ বলে অপরাজিত ৩৮ রান করেন।
রাজস্থানের যুজবেন্দ্র চাহাল ৩ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাঞ্জাব কিংসঃ ১৮৯/৫ (২০), বেয়ারস্টো ৫৬, শিখর ১২, রাজাপাকসে ২৭, মায়াঙ্ক ১৫, জিতেশ ৩৮*, লিভিংস্টোন ২২, ঋষি ৫*; কৃষ্ণা ৪-০-৪৮-১, অশ্বিন ৪-০-৩২-১, চাহাল ৪-০-২৮-৩
রাজস্থান রয়্যালসঃ ১৯০/৪ (১৯.৪), জয়সাওয়াল ৬৮, বাটলার ৩০, স্যামসন ২৩, পাডিকাল ৩১, হেটমেয়ার ৩১*, পরাগ ০*; রাবাদা ৪-০-৫০-১, আর্শদ্বীপ ৪-০-২৯-২, ঋষি ৩-০-২৫-১,
ফলাফলঃ রাজস্থান রয়্যালস ৬ উইকেটে জয়ী
ম্যাচ সেরাঃ যশস্বী জয়সাওয়াল (রাজস্থান রয়্যালস)।