

চোট এবং মাশরাফি বিন মর্তুজা যেন সমার্থক শব্দ জয়ে পড়েছেন। এবার মাঠের বাইরেই পড়লেন চোটে, কাটা পায়ে সেলাই লেগেছে ২৭ টি।
সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) পর ফাঁকা সময় কাটাচ্ছেন দেশের অন্যতম সেরা অধিনায়ক। কিন্তু চলমান ঈদ উৎসবেই বাসায় টেবিলের কাঁচে আঘাত পেলেন পায়ে।
আঘাতের তীব্রতা এতোই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি পর ২৭ টি সেলাই পর্যন্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে সাবেক এই অধিনায়কের পারিবারিক সূত্র।
২০২০ সালের মার্চে ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার পর মাশরাফি আর আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তবে চালিয়ে গেছেন ডিপিএল, বিপিএলের মতো ঘরোয়া টুর্নামেন্টে।
ডিপিএলের সর্বশেষ আসরে লেজেন্ডস অব রূপগঞ্জকে নেতৃত্ব দিয়ে রানার আপ করেছেন। বল হাতে ১৪ ম্যাচে ২০ উইকেট নিয়ে রেখেছেন বড় অবদান। সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় আছেন ৮ নম্বরে।
Tags: মাশরাফি বিন মর্তুজা