

বাংলাদেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। রোববার বাংলাদেশে এসে পৌঁছাবে শ্রীলঙ্কা দল। সাদা পোশাকে মূল লড়াইয়ে নামার আগে লঙ্কানরা বিকেএসপিতে খেলবে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ। প্রস্তুতির ম্যাচের দলে ডাক পেলেন এনামুল হক বিজয়, অধিনায়ক মোহাম্মদ মিঠুন।
আজ এক বিবৃতি দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১০ ও ১১ মে সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত হবে বিসিবি একাদশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রস্তুতি ম্যাচ।
সবশেষ ডিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক এনামুল হক বিজয়কে রাখা হয়েছে স্কোয়াডে। জাতীয় দল থেকে বাদ পড়া সাদমান ইসলাম, সাইফ হাসান ও আবু জায়েদ চৌধুরি রাহি আছেন এই দলে। বিসিবি একাদশের নেতৃত্ব উঠল মোহাম্মদ মিঠুনের কাঁধে।
দুই টেস্টের সিরিজ খেলতে আগামীকাল ৮ মে বাংলাদেশ সফরে আসার কথা শ্রীলঙ্কা দলের। এজন্য এর আগেই ১৮ জনের দল নির্বাচন করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) নির্বাচকেরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩ মে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
বিসিবি একাদশের স্কোয়াড:
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, মোহাম্মদ এনামুল হক, মুশফিক হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, অমিত হাসান ও আবু জায়েদ চৌধুরী রাহি।
শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড:
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, ধনাঞ্জয়া ডি সিলভা, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, চামিকা করুনারত্নে, রমেশ মেন্ডিস, সুমিন্দা লাকশান, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রাভিন জয়াবিক্রমা এবং লাসিথ এম্বুলদেনিয়া।