

ফেয়ারব্রেক টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৪ ওভারে ৭ রান খরচায় ১ উইকেট শিকার করেন বার্মি আর্মির রুমানা আহমেদ। তবে দ্বিতীয় ম্যাচেই দেখেছেন উল্টো রূপ। স্বদেশী জাহানারা আলমের ফ্যালকন উইমেনের বিপক্ষে ২ ওভারে ২২ রান খরচায় ছিলেন উইকেট শূন্য। তার দল হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। জয়ী দলের জাহানারা অবশ্য বল হাতে দারুণ করেছেন।
গতকাল (৬ মে) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করা বার্মি আর্মি দেয়ান্দ্র ডটিনের ৮০ রানের অপরাজিত ইনিংসে ৩ উইকেটে ১৫২ রানের পুঁজি পায়।
তবে ড্যানি ওয়াট (৭৬*), চামারি আত্তাপাতুদের (৪২) ব্যাটে চড়ে এই লক্ষ্যই ৮ উইকেট ও ১৫ বল হাতে রেখে তাড়া করে ফ্যালকন উইমেন।
আগে ব্যাট করা বার্মি আর্মির শুরুটা মোটেও আশা জাগানিয়া ছিল না। প্রথম ১২ ওভারে ১ উইকেট হারিয়ে মাত্র ৫৭ রান করতে পেরেছিল তারা।
সেখান থেকেই শুরু হয় ডটিনের তাণ্ডব। তাকে যোগ্য সঙ্গ দেন লরা উলভার্ট (১৭) ও হিদার নাইট (২২)। শেষ পর্যন্ত ৫৯ বলে ১২ চার ২ ছক্কায় ডটিন অপরাজিত ছিলেন ৮০ রানে।
বার্মি আর্মিকে ৩ উইকেটে ১৫২ রানে আটকানোর পথে ৪ ওভারে ২৬ রান খরচায় জাহানার শিকার এক উইকেট।
লক্ষ্য তাড়ায় নেমে ৮.৪ ওভার স্থায়ী উদ্বোধনী জুটিতে আত্তাপাতু-ওয়াট যোগ করে ৬৭ রান। ৩১ বলে ৬ চার ১ ছক্কায় ৪২ রান করে রান আউট হন আত্তাপাতু। ৩ রানের ব্যবধানে নতুন ব্যাটার থিরথ সাতিশ ফেরেন খালি হাতে।
তবে ব্রিটনি কুপারকে নিয়ে ৮৬ রানের অবিচ্ছেদ্য জুটিতে দলকে সহজ জয় এনে দেন ড্যানি ওয়াট। ৪৯ বলে ৮ চার ৪ ছক্কায় হার না মানা ৭৬ রানের ইনিংসটি সাজান ওয়াট। ২৩ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন কুপার।
বার্নি আর্মির বোলারদের মাঝে একমাত্র সাফল্য পান রুচিতা ভেঙ্কাটেশ, নেন এক উইকেট। রুমানা আহমেদ ২ ওভারে ২২ রান খরচ করেও পাননি সাফল্যের দেখা।
টুর্নামেন্টে জাহানারার ফ্যালকন উইমেন পেল টানা দুই জয়। যেখানে রুমানার বার্মি আর্মি এক জয়ের বিপরীতে হেরেছে এক ম্যাচে।