ওয়ানডে সুপার লিগে শীর্ষ দশে বাংলাদেশের ‘৩’

দেশে ফেরার আগে মাহমুদউল্লাহদের তামিমের শুভকামনা
Vinkmag ad

তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ওয়ানডে দল এই মুহূর্তে আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে। ১৮ ম্যাচে ১২ জয় নিয়ে ১২০ পয়েন্ট টাইগারদের। ২য় অবস্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৯৫। ব্যাটিংয়েও বাংলাদেশ অধিনায়ক আছেন সেরা পাঁচে।

১২ ম্যাচে ৯০.২০ গড়ে ৯০২ রান করে এখন অব্দি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ১২ ম্যাচে ৫ সেঞ্চুরি ও ৩ ফিফটি করেছেন তিনি।

২য় অবস্থানে আছেন আয়ারল্যান্ডের পল স্টারলিং। ১৭ ম্যাচে ৪৬.৫২ গড়ে ৭৯১ রান করেছেন তিনি। ২ ফিফটির সাথে আছে ৩ সেঞ্চুরি।

স্টারলিংয়ের সতীর্থ হ্যারি টেক্টর আছেন ৩ নম্বরে। ১৮ ম্যাচে ৪৫.০৭ গড়ে ৬৩১ রান এসেছে তার ব্যাট থেকে। কোন সেঞ্চুরি না পাওয়া টেক্টর করেছেন ৭ ফিফটি।

৪ নম্বরে আছেন তামিম ইকবাল। বাংলাদেশের খেলা ১৮ ম্যাচেই সেরা একাদশে ছিলেন তামিম। ৩৬.৭০ গড়ে ৬২৪ রান করেছেন তিনি। ৫ ফিফটির সাথে আছে ১ সেঞ্চুরি।

পাকিস্তানের ইমাম উল হক আছেন ৫ নম্বরে। ৫৪.৩৬ গড়ে ৫৯৮ রান করা ইমাম খেলেছেন ১২ ম্যাচ। ৫ ফিফটি ও ২ সেঞ্চুরিতে এই রান করেছেন তিনি।

সেরা দশে আছেন বাংলাদেশের আরও দুই ব্যাটার। ১৭ ম্যাচে ৩৪.৮২ গড়ে ৫৯২ রান করে ৬ নম্বরে আছেন লিটন দাস। ১৫ ম্যাচে ৪৩.৫৮ গড়ে ৫২৩ রান করে ১০ নম্বরে মুশফিকুর রহিম।

৯৭ ডেস্ক

Read Previous

টেবিল টপার গুজরাটকে হারিয়ে দিল মুম্বাই

Read Next

রুমানার ব্যর্থতার দিনে জিতেছে জাহানারার দল

Total
27
Share