টেবিল টপার গুজরাটকে হারিয়ে দিল মুম্বাই

asg
Vinkmag ad

এবারের আইপিএলে ২য় জয় পেয়েছে গতবারের রানার্সআপ মুম্বাই ইন্ডিয়ান্স। টিম ডেভিডের দুরন্ত ব্যাটিংয়ের কল্যাণে শ্বাসরুদ্ধকর ম্যাচে গুজরাট টাইটান্সকে তারা হারিয়েছে ৫ রানের ব্যবধানে।

টসে হেরেও ব্যাটিং পাওয়া মুম্বাই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৭ রান করে। টিম ডেভিড মাত্র ২১ বলে ২ চার ও ৪ ছয়ে ৪৪ রানে অপরাজিত থাকেন। এছাড়া দুই ওপেনার ইশান কিশান ৪৫ ও অধিনায়ক রোহিত শর্মা ৪৩ রান করেন।

গুজরাটের পক্ষে রাশিদ খান ২ উইকেট পান।

জবাবে দুর্দান্ত শুরু ও দুই ওপেনারের হাফ সেঞ্চুরি সত্ত্বেও ১৭২ রানে আটকে যায় গুজরাটের ইনিংস। ঋদ্ধিমান সাহা ৫৫ ও শুবমান গিল ৫২ রান করেন। অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে আসে ২৪ রান।

মুম্বাইয়ের পক্ষে মুরুগান অশ্বিন ২ উইকেট নেন।

ম্যাচ সেরার পুরস্কার যায় টিম ডেভিডের পক্ষে।

সংক্ষিপ্ত স্কোরঃ

মুম্বাই ইন্ডিয়ান্সঃ ১৭৭/৬ (২০), ইশান ৪৫, রোহিত ৪৩, সুরিয়া কুমার ১৩, তিলক ২১, পোলার্ড ৪, ডেভিড ৪৪*, স্যামস ০, অশ্বিন ০*; জোসেফ ৪-০-৪১-১, রাশিদ ৪-০-২৪-২, ফার্গুসন ৪-০-৩৪-১, প্রদীপ ৩-০-২৩-১

গুজরাট টাইটান্সঃ ১৭২/৫ (২০), সাহা ৫৫, শুবমান ৫২, হার্দিক ২৪, সুদর্শন ১৪, মিলার ২৪*, তেওয়াটিয়া ৩, রাশিদ ১*; অশ্বিন ৪-০-২৯-২, পোলার্ড ২-০-১৩-১

ফলাফলঃ মুম্বাই ইন্ডিয়ান্স ৫ রানে জয়ী

ম্যাচ সেরাঃ টিম ডেভিড ( মুম্বাই ইন্ডিয়ান্স)।

৯৭ ডেস্ক

Read Previous

দুবাইতে রুমানার কিপটে বোলিং

Read Next

ওয়ানডে সুপার লিগে শীর্ষ দশে বাংলাদেশের ‘৩’

Total
1
Share