দুবাইতে রুমানার কিপটে বোলিং

1553441569122
Vinkmag ad

ফেয়ারব্রেক ইনভাইটেশন টুর্নামেন্টে গতকাল (৫ মে) বল হাতে দারুণ নৈপুণ্য দেখান বাংলাদেশ নারী দলের অলরাউন্ডার রুমানা আহমেদ। স্পিরিট উইমেনের বিপক্ষে ৪ ওভারে মাত্র ৭ রান খরচায় তুলে নেন এক উইকেট। তার দলও পেয়েছে ৫০ রানের বড় জয়।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ১২৫ রান করে বার্মি আর্মি।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান আসে দক্ষিণ আফ্রিকান তারকা লরা উলভার্টের ব্যাটে। ৩৩ বলে হাঁকান ৫টি চার। হিদার নাইট খেলেন ২৫ বলে ৩৬ রানের ইনিংস। শেমেইন ক্যাম্পবেলের ব্যাটে ১৭ বলে ২৮ রানের অপরাজিত ক্যামিও। ব্যাট করা সুযোগ হয়নি রুমানার।

জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ৭৫ রানের বেশি করতে পারেনি স্পিরিট উইমেন। রান তাড়ায় স্পিরিটের কোনো ব্যাটারই তেমন সুবিধা করতে পারেননি। থাইল্যান্ডের ওপেনার নাত্তাকান চান্থাম ছাড়া আর কেউ দুই অঙ্কেও যেতে পারেননি। আহত অবসর হয়ে মাঠ ছাড়ার আগে ২৯ বলে ২১ রান করেছেন চান্থাম।

স্পিরিট উইমেনের ৯ উইকেটের ৫ টি পেয়েছে বার্মি আর্মির বোলাররা। বাকি ৪ টি হয়েছে রানআউট। তারা নরিস নিয়েছেন ২ উইকেট। রুমানা আহমেদ, হিদার নাইট ও রুয়ান্ডার পেসার হেনরিয়েট ইশিমুই নিয়েছেন ১টি করে উইকেট।

রুমানা ৪ ওভারে ১৭ ডট বল দিয়ে ৭ রান খরচায় নেন সোপি একলেস্টোনের উইকেট।

বার্মি আর্মির দ্বিতীয় ম্যাচ আজ (৬ মে) অনুষ্ঠিত হচ্ছে ফ্যালকনের বিপক্ষে। ফ্যালকনের হয়ে খেলছেন বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার জাহানারা আলম।

৯৭ ডেস্ক

Read Previous

আইপিএল ২০২২: উমরান মালিকের রেকর্ড

Read Next

টেবিল টপার গুজরাটকে হারিয়ে দিল মুম্বাই

Total
1
Share