আইপিএল ২০২২: উমরান মালিকের রেকর্ড

আইপিএল ২০২২: উমরান মালিকের রেকর্ড
Vinkmag ad

সানরাইজার্স হায়দ্রাবাদের উমরান মালিক এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। চলমান আইপিএলে সবচেয়ে গতিময় বলটি করেছেন তিনি। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২১ রানে হারা ম্যাচে ১৫৭ কিলোমিটার প্রতি ঘন্টায় এক বল করেন তিনি।

এই ম্যাচেই ডেভিড ওয়ার্নারের বিপক্ষে ১৫৪.৮ কিলোমিটার প্রতি ঘন্টায় বল করেন উমরান। পরে রভম্যান পাওয়েলের বিপক্ষে করেন ১৫৭ কিলোমিটার প্রতি ঘন্টায় বল। যদিও রেকর্ড গড়া এই বলে চার হাঁকান পাওয়েল।

চলমান আইপিএলে উমরান মালিকের এই ডেলিভারিই সবচেয়ে গতিময়। সব মিলে অবশ্য এটি আইপিএল ইতিহাসের ২য় গতিময়। ১৫৭.৩ কিলোমিটার প্রতি ঘন্টায় বল করে সবার উপরে শন টেইট।

আইপিএল ইতিহাসের গতিময় ডেলিভারি-

১. শন টেইট- ১৫৭.৩ কিলোমিটার প্রতি ঘন্টায়
২. উমরান মালিক- ১৫৭ কিলোমিটার প্রতি ঘন্টায়
৩. আনরিখ নরকিয়া- ১৫৬.২ কিলোমিটার প্রতি ঘন্টায়
৪. উমরান মালিক- ১৫৬ কিলোমিটার প্রতি ঘন্টায়
৫. আনরিখ নরকিয়া- ১৫৫.২ কিলোমিটার প্রতি ঘন্টায়।

৯৭ ডেস্ক

Read Previous

চোট সারাতে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়লেন তাসকিন

Read Next

দুবাইতে রুমানার কিপটে বোলিং

Total
2
Share