চোট সারাতে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়লেন তাসকিন

চোট সারাতে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়লেন তাসকিন
Vinkmag ad

কাঁধের চোটের চিকিৎসা করাতে আজ (৬ মে) ইংল্যান্ডের উদ্দেশে রওয়ানা দিয়েছেন তাসকিন আহমেদ। আগামী ১০ মে চিকিৎসকের সাথে পরামর্শের পরই জানা যাবে অস্ত্রোপচার করা লাগবে কীনা। যদিও তাসকিন নিজে আশাবাদী ইনজেকশনেই সেরে উঠবেন।

কাঁধের চোটে পড়ে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে দেশে ফেরেন এই পেসার। দুর্দান্ত ফর্মে থাকা তাসকিনকে ছাড়াই শ্রীলঙ্কা সফরের টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়। তার উন্নত চিকিৎসার জন্য অবশ্য শুরু থেকেই সচেষ্ট বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)।

সেই ধারাবাহিকতায় আজ ইংল্যান্ড গেলেন সদ্য দ্বিতীয় সন্তানের পিতা হওয়া তাসকিন। বিমানে চড়ে নিজের ফেসবুক পেইজে দেওয়া পোস্টে তিনি লিখেন, ‘আমার জন্য সবাই দোয়া করবেন।’

তাসকিনকে সঙ্গ দিতে ছুটি কাটাতে গিয়ে আগেই সেখানে অবস্থান করছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

এদিকে নিজের চিকিৎসার জন্য ইংল্যান্ড যাওয়া প্রসঙ্গে সম্প্রতি সংবাদ মাধ্যমে তাসকিন বলেন, ‘আগের চেয়ে অবস্থা অনেকটাই ভালো। শনিবার (মূলত শুক্রবার) ইংল্যান্ড যাচ্ছি। ১০ মে ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট।’

‘যতটুকু জানি, অস্ত্রোপচার লাগবে না। ইনজেকশন নিতে হতে পারে। ডাক্তার কী বলেন তার ওপর নির্ভর করবে কবে নাগাদ মাঠে ফিরতে পারব।’

৯৭ প্রতিবেদক

Read Previous

জফরা আর্চারের চুক্তি হারানোর ভয় ও ইসিবির আশ্বাস

Read Next

আইপিএল ২০২২: উমরান মালিকের রেকর্ড

Total
1
Share