জফরা আর্চারের চুক্তি হারানোর ভয় ও ইসিবির আশ্বাস

বিগ ব্যাশকে যেকারণে না বলছেন জফরা আর্চার
Vinkmag ad

ইংল্যান্ডের গতিতারকা জফরা আর্চার স্বীকার করেছেন তার বারবার কনুই ইনজুরিতে পড়া তাকে খারাপ ভাবনার কারণ হয়েছে। এমনকি ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি হারানোর ভয়ও গ্রাস করে তাকে।

গেলবছরের মার্চে ইংল্যান্ডের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন জফরা আর্চার। ১৪ মাসের মধ্যে ৩ বার ডাক্তারের ছুরি কাচির নিচে যেতে হয়েছে তাকে।

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ৮ কোটি ভারতীয় রুপিতে দলে টানে। যদিও আর্চার মুম্বাইয়ের হয়ে খেলতে পারবেন আগামী মৌসুমে। ২৬ মে সাসেক্সের হয়ে গ্ল্যামরগানের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে আশাবাদী ২৭ বছর বয়সী এই পেসার।

ডেইলি মেইলে লেখা কলামে আর্চার বলেন, ‘এমন পরিস্থিতিতে যখন আপনাকে অস্ত্রোপচার করতে বাধ্য হতে হয় তখন আপনার মাথায় ভাবনা আসে আপনি আবার ক্রিকেট খেলতে পারবেন কিনা। আপনি সব ফরম্যাট খেলতে পারবেন কিনা।’

‘তবে ইসিবি (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) আমাকে আশ্বস্ত করেছে যে তারা আমাকে লম্বা সময় ধরে চায়।’

‘একটা সময় যখন সময় পক্ষে ছিল না, আমি ভেবেছিলাম আমি ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি হারাব। তবে এখন আমার আত্মবিশ্বাস আছে যে ভবিষ্যতে কি আছে।’

এখনো সব ফরম্যাটেই ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করতে চান আর্চার।

তিনি বলেন, ‘আমি এখনো সব ফরম্যাটেই খেলতে চাই, সব টুর্নামেন্ট খেলতে চাই। তবে আমার প্রথম কাজ হচ্ছে ব্লাস্টে খেলা। সেখানে যদি আমি ঠিকমত খেলতে না পারি তাহলে আমি টেস্ট ক্রিকেট খেলতে পারব না। তাই আমার সামনে যেসব খেলা আছে সেখানেই ফোকাস থাকা জরুরি।’

‘আমি কোন বড় লক্ষ্য স্থির করছি না। আমি শুধু গোটা বছর কোন বাধা ছাড়া মাঠে থাকতে চাই। আমি জানি সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। আমি শুধু খেলতে চাই।’

৯৭ ডেস্ক

Read Previous

নারী আইপিএলে এবার বাংলাদেশ থেকে কেবল সালমা

Read Next

চোট সারাতে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়লেন তাসকিন

Total
1
Share