
নিজেদের হারিয়ে খোঁজা শ্রীলঙ্কা ক্রিকেট দলকে পথ দেখানোর দায়িত্ব পেলেন ক্রিস সিলভারউড। চলতি মাসে বাংলাদেশ সফর দিয়ে শুরু হচ্ছে এই ইংলিশের প্রথম পরীক্ষা। সিরিজ সামনে রেখে সিলভারউড বলছেন ইতোমধ্যে দলের বোলারদের দিয়ে রেখেছেন বার্তা, প্রথম ১২ বলে হতে হবে আগ্রাসী।
দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে ৮ মে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা। এপ্রিলের শুরুতে নিয়োগ পাওয়া সিলভারউড গতকালই (৫ মে) দেশটির সংবাদ মাধ্যমের সাথে প্রথমবার কথা বলেন।
গত বছর অ্যাশেজ ব্যর্থতার পর ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচের চাকরি হারান সিলভারউড। এভার নতুন দলে যুক্ত হয়েই পরিসংখ্যান ঘেঁটে লঙ্কানদের শক্তিমত্তা, দুর্বলতা সম্পর্কে জানার চেষ্টা করেছেন।
৪৭ বছর বয়সী এই ইংলিশ বলেন, ‘গত কয়েক সপ্তাহ আমি শুধু পরিসংখ্যান ঘাঁটাঘাঁটি করে কাটিয়েছি, খুঁজেছি যে কোথায় উন্নতি করতে পারি। রান করার অভিপ্রায় এর মধ্যে একটি। আমাদের ব্যাটসম্যানদের খেলার আত্মবিশ্বাস দিতে হবে এবং আউটের ভয় না পাওয়ার কথা বলতে হবে।’
‘এর মানে এই নয় যে আমাদের বেপরোয়া হতে হবে। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের এর মধ্যেও স্মার্ট হতে হবে। আমি চাই তারা ইতিবাচক হোক, সাহসী হোক। আমরা যদি এই মনোভাব নিয়ে এগোই, ডট বলের হার কমে আসবে এবং স্ট্রাইক-রেট বাড়বে, যা শুধুই একটি ভালো দিক হতে পারে।’
বোলারদের ১২ বলের চ্যালেঞ্জ নিয়ে তিনি যোগ করেন, ‘আমি টেস্ট বোলারদের প্রথম ১২ বলে আগ্রাসী হতে চ্যালেঞ্জ করেছি…। কারণ আমরা সবাই জানি, প্রথম ১২ বলেই আসল প্রভাব রাখা যায় এবং ব্যাটসম্যাননের ওপর চাপ সৃষ্টি করা যায়।’
‘এটা শৃঙ্খলা স্থাপনের বিষয়, যেন আমরা দীর্ঘ সময়ের জন্য ভালো করতে পারি এবং এগুলো করতে যেন একঘেয়েমি না পেয়ে বসে। এটি ধারাবাহিক একটি প্রক্রিয়া, যদি ঠিকঠাক মতো এগিয়ে নেওয়া যায় তাহলে একটা সময় দেখা যাবে সবাই এটা করতে পারছে।’
উল্লেখ্য, আগামী ৮ মে বাংলাদেশে এসে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। এরপর চট্টগ্রামে ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট, ২৩ মে থেকে ঢাকায় দ্বিতীয় টেস্ট।