

হারশাল প্যাটেলের ক্ষুরধার বোলিংয়ের কল্যাণে টানা ৩ হারের পর জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। চেন্নাই সুপার কিংসকে তারা হারিয়েছে ১৩ রানের ব্যবধানে।
টসে হেরেও আগে ব্যাটিং পায় আরসিবি। ৮ উইকেটে ১৭৩ রান করে তারা। ২৭ বলে সর্বোচ্চ ৪২ রান করেন মহিপাল লমরর। অধিনায়ক ফাফ ডু প্লেসিস ৩৮ ও ভিরাট কোহলি ৩০ রান করেন।
চেন্নাইয়ের পক্ষে মাহিশ থিকশানা ৩টি ও মইন আলি ২ উইকেট পান।
জবাবে ব্যাটিংয়ে নেমে ডেভন কনওয়ে ও মইন আলির চমৎকার ব্যাটিংয়ে জয়ের স্বপ্ন দেখা চেন্নাই শেষদিকে হারশাল প্যাটেলের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬০ রানে আটকে যায়। কনওয়ে ৩৭ বলে ৫৬ রান করেন। এছাড়া মইন ৩৪ ও রুতুরাজ গায়কোয়াড় ২৮ রান করেন।
৪ ওভারে ৩৫ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে মুখ্য ভূমিকা রাখেন হারশাল ও ম্যাচ সেরার পুরস্কার পান। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েলের ঝুলিতে আসে ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরঃ ১৭৩/৮ (২০), কোহলি ৩০, ডু প্লেসিস ৩৮, ম্যাক্সওয়েল ৩, লমরর ৪২, পাতিদার ২১, কার্তিক ২৬*, হাসারাঙ্গা ০, শাহবাজ ১, হারশাল ০, সিরাজ ০*; থিকশানা ৪-০-২৭-৩, মইন ৪-০-২৮-২, প্রিটোরিয়াস ৩-০-৪২-১
চেন্নাই সুপার কিংসঃ ১৬০/৮ (২০), রুতুরাজ ২৮, কনওয়ে ৫৬, উথাপ্পা ১, রায়ডু ১০, মইন ৩৪, জাদেজা ৩, ধোনি ২, প্রিটোরিয়াস ১৩, সিমারজিৎ ২*, থিকশানা ৭*; শাহবাজ ৩-০-২৭-১, হ্যাজেলউড ৪-০-১৯-১, হাসারাঙ্গা ৩-০-৩১-১, ম্যাক্সওয়েল ৪-০-২২-২, হারশাল ৪-০-৩৫-৩
ফলাফলঃ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৩ রানে জয়ী
ম্যাচ সেরাঃ হারশাল প্যাটেল (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)।