খেলার মধ্যেই প্রপোজ, ওয়াসিম জাফরের মজার টুইট

খেলার মধ্যেই প্রপোজ, ওয়াসিম জাফরের মজার টুইট
Vinkmag ad

আইপিএলে বুধবার রাতে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে খেলার চেয়েও বেশি কিছু দেখার স্বাক্ষী হয়েছে দর্শকরা। এমসিএ স্টেডিয়ামে খেলা চলাকালীন এক কাপলের প্রপোজাল।

চেন্নাই সুপার কিংসের ইনিংস চলাকালীন দেখা যায় এক মেয়ে এক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এক সমর্থককে প্রপোজ করেন। টিভি ক্যামেরায় দেখা যায় দুজন সম্মতও হন।

এই ইস্যুতে টুইট করেছেন সাবেক ভারতীয় ব্যাটার ওয়াসিম জাফর। সারকাস্টিক টুইট করতে ওস্তাদ ওয়াসিম লিখেছেন,

‘সার্ট গার্ল একজন আরসিবি ফ্যানকে প্রপোজ করেছেন। যদি সে আরসিবির প্রতি লয়াল থাকতে পারে তাহলে সে তার পার্টনারের প্রতিও লয়াল থাকবে। ওয়েল ডান এবং প্রপোজালের জন্য একটি ভালো দিন।’

এখন পর্যন্ত আইপিএলের শিরোপা জেতা হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। চলমান আইপিএলে ১১ ম্যাচে ৬ জয় নিয়ে ৪ নম্বরে আছে তারা।

৯৭ ডেস্ক

Read Previous

আইপিএলে সুযোগ পেলেন সুশান্ত মিশ্রা

Read Next

বোলারদের দাপটে চেন্নাইকে হারাল ব্যাঙ্গালোর

Total
1
Share