ওয়ানডে র‍্যাংকিংয়ে রেটিং বেড়েছে বাংলাদেশের, তবে…

সেঞ্চুরিয়নের স্বপ্ন মাউন্ট মঙ্গানুইতে বসেই দেখেছিল বাংলাদেশ
Vinkmag ad

আইসিসি (দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) আজ ওয়ানডে দলগুলোর বার্ষিক র‍্যাংকিং হালনাগাদ করেছে। শীর্ষস্থান ধরে রেখেছে ২০১৯ বিশ্বকাপের রানার আপ নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড শীর্ষে থাকলেও কমেছে দ্বিতীয় অবস্থানে থাকা ইংল্যান্ডের সঙ্গে পার্থক্য। এর আগে ৩ পয়েন্ট এগিয়ে থাকলেও এখন তা কমে দাঁড়িয়েছে ১ এ।

দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ড ও তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার মধ্যকার পার্থক্য বেড়েছে। এর আগে ৭ পয়েন্ট এগিয়ে থাকলেও এখন অজিদের চেয়ে ইংলিশরা এগিয়ে ১৭ পয়েন্টে।

দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে ৫ নম্বরে উঠে এসেছে পাকিস্তান। বার্ষিক হালনাগাদে বড় উন্নতি হয়েছে সংযুক্ত আরব আমিরাতের। ৬ পয়েন্ট বেড়ে যাওয়া আরব আমিরাত ২ ধাপ এগিয়ে আছে ১৩ নম্বরে।

বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে ২। এর আগে ৯৩ রেটিং পয়েন্ট থাকা টাইগারদের রেটিং পয়েন্ট এখন ৯৫। যদিও তাতে অবস্থানের বদল হয়নি তামিম ইকবালের দলের। ৭ নম্বরে অবস্থান করছে তারা, ৬ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থেকে।

মে, ২০১৯ থেকে দলগুলোর খেলা সিরিজ বিবেচনা করা হয়েছে। যেখানে মে, ২০২১ এর আগের সিরিজের মান ৫০ শতাংশ এবং তার পরবর্তী সিরিজগুলোর মান ১০০ শতাংশ।

আইসিসির বার্ষিক র‍্যাংকিং হালনাগাদ (ওয়ানডে)-

১. নিউজিল্যান্ড- ১২৫
২. ইংল্যান্ড- ১২৪
৩. অস্ট্রেলিয়া- ১০৭
৪. ভারত- ১০৫
৫. পাকিস্তান- ১০২

৬. দক্ষিণ আফ্রিকা- ৯৯
৭. বাংলাদেশ- ৯৫
৮. শ্রীলঙ্কা ৮৭
৯. ওয়েস্ট ইন্ডিজ- ৭৩
১০. আফগানিস্তান- ৬৬।

৯৭ প্রতিবেদক

Read Previous

আফগানিস্তানকে টপকাল বাংলাদেশ, র‍্যাংকিংয়ে পর্তুগালের উন্নতি

Read Next

আইপিএলে সুযোগ পেলেন সুশান্ত মিশ্রা

Total
19
Share