

আইসিসি (দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) আজ টেস্ট দলগুলোর বার্ষিক র্যাংকিং হালনাগাদ করেছে। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের সঙ্গে রেটিং পয়েন্টের পার্থক্য বাড়িয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। এর আগে যা ছিল ১, এখন তা বেড়ে ৯।
ইংল্যান্ডকে ৬ এ নামিয়ে ৫ নম্বর জায়গা নিজেদের করে নিয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান।
জানুয়ারিতে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। ১১৯ থেকে বেড়ে অজিদের রেটিং পয়েন্ট এখন ১২৮।
মে, ২০১৯ থেকে দলগুলোর খেলা সিরিজ বিবেচনা করা হয়েছে। যেখানে মে, ২০২১ এর আগের সিরিজের মান ৫০ শতাংশ এবং তার পরবর্তী সিরিজগুলোর মান ১০০ শতাংশ।
ভারতের রেটিং পয়েন্ট ১ বেড়ে হয়েছে ১১৯। সবচেয়ে রেটিং পয়েন্ট কমেছে ইংল্যান্ডের। ৮৮ রেটিং পয়েন্ট ১৯৯৫ সালের পর ইংলিশদের সর্বনিম্ন রেটিং পিয়েন্ট।
৪ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের সঙ্গে থাকা ব্যবধান ১৩ থেকে কমিয়ে ১ এ নামিয়ে এনেছে।
র্যাংকিং করা হয়েছে ১০ দলের। কারণ টেস্ট স্ট্যাটাস পাওয়া আয়ারল্যান্ড ও আফগানিস্তান র্যাংকিংয়ে ঠায় পাবার মত পর্যাপ্ত টেস্ট খেলেনি।
৫১ রেটিং পয়েন্ট নিয়ে আগের অবস্থান ৯ নম্বরেই আছে বাংলাদেশ।
টেস্টের হালনাগাদকৃত র্যাংকিং (বার্ষিক)-
১. অস্ট্রেলিয়া- ১২৮
২. ভারত- ১১৯
৩. নিউজিল্যান্ড- ১১১
৪. দক্ষিণ আফ্রিকা- ১১০
৫. পাকিস্তান- ৯৩
৬. ইংল্যান্ড- ৮৮
৭. শ্রীলঙ্কা- ৮১
৮. ওয়েস্ট ইন্ডিজ- ৭৭
৯. বাংলাদেশ- ৫১
১০. জিম্বাবুয়ে- ২৫।