

ব্যাটিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল প্রথমবারের মত সুযোগ পেয়েছেন নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াডে। ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত নিউজিল্যান্ড দলে আছে তার নাম।
কিউইদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন গেলবছরের নভেম্বর থেকে ইনজুরির কারণে ছিলেন বাইরে। এবারে ইংলিশদের বিপক্ষে সিরিজে তার সার্ভিস পাচ্ছে দল।
মাইকেল ব্রেসওয়েল ২০২১-২২ প্রথম শ্রেণির মৌসুমে ১৯০ ও ২০২০-২১ মৌসুমে ৭২৫ রান করেছেন। কাজ চালানো অফ স্পিন করতে পারা ব্রেসওয়েল দেশের হয়ে ৩ ওয়ানডে খেলে ফেললেও টেস্ট খেলার সুযোগ মিলছিল না।
উইকেটরক্ষক ব্যাটার ক্যামেরুন ফ্লেচার ও পেসার ব্লেয়ার টিকনার আছেন স্কোয়াডে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্কোয়াডেও ছিলেন এই দুজন।
২০১৩ তে টেস্ট অভিষেকে ইংল্যান্ডের বিপক্ষে শতক হাঁকানো হামিশ রাদারফোর্ড আছেন স্কোয়াডে। আছেন পেস বোলার জ্যাকব ডুফিও। কিউই দলে মূল স্পিনার আজাজ প্যাটেল, আছেন রাচিন রবীন্দ্রও, যিনি কিনা একজন অলরাউন্ডার।
স্কোয়াডে থাকা পাঁচ ক্রিকেটার- কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ড্যারিল মিচেল, ডেভন কনওয়েরা খেলছেন আইপিএলে। তারা দলের হয়ে প্রস্তুতি ম্যাচ দুইটি মিস করবেন আইপিএল কমিটমেন্টের কারণে।
২০ সদস্যের স্কোয়াড লর্ডসে প্রথম টেস্টের আগে ১৫ জনে নামানো হবে। ২ জুন থেকে শুরু হবে প্রথম টেস্ট। ট্রেন্ট ব্রিজে ১০ জুন থেকে শুরু ২য় টেস্ট। ৩য় টেস্ট হেডিংলিতে শুরু হবে ২৩ জুন।
ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াড-
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডুফি, ক্যামেরুন ফ্লেচার, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, হামিশ রাদারফোর্ড, টিম সাউদি, ব্লেয়ার টিকনার, নেইল ওয়েগনার ও উইল ইয়াং।