সাদা বলে ওয়েস্ট ইন্ডিজের নয়া কাপ্তান নিকোলাস পুরান

সাদা বলে ওয়েস্ট ইন্ডিজের নয়া কাপ্তান নিকোলাস পুরান
Vinkmag ad

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) ৩ মে (মঙ্গলবার) সাদা বলের ক্রিকেটে (ওয়ানডে ও টি-টোয়েন্টি) তাদের নয়া অধিনায়কের নাম ঘোষণা করেছে। কাইরন পোলার্ডের অবসরের পর এখন উইন্ডিজদের ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিবেন নিকোলাস পুরান।

বেশ কিছুদিন কাইরন পোলার্ডের ডেপুটি হিসাবে কাজ করেছেন নিকোলাস পুরান। এবার মূল দায়িত্ব পেলেন তিনি।

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে নিকোলাস পুরানই থাকবেন ওয়েস্ট ইন্ডিজের নেতা। শাই হোপকে ওয়ানডে দলের ভাইস ক্যাপ্টেন বানানো হয়েছে।

বাঁহাতি এই উইকেটরক্ষক ব্যাটারের ওয়ানডেতে আছে ৮ ফিফটি ও ১ সেঞ্চুরি। উইন্ডিজদের হয়ে ৮ টি-টোয়েন্টি ফিফটিও আছে তার।

উইন্ডিজদের নেতা হবার খবরে প্রতিক্রিয়া জানাতে পুরান বলেন তিনি যারপরনাই গর্বিত। উইন্ডিজ ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান তিনি।

অধিনায়ক হিসাবে তার প্রথম অ্যাসাইনমেন্ট হবে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ টি ওয়ানডে। আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ এই সিরিজ শুরু হচ্ছে ৩১ মে থেকে।

৯৭ ডেস্ক

Read Previous

এপ্রিল মাসে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থে মনোনীত যারা

Read Next

শীর্ষে থাকা গুজরাটকে পাত্তা দিল না পাঞ্জাব

Total
7
Share