‘রোনালদো ও কোহলি একইরকম ব্র্যান্ড’

'রোনালদো ও কোহলি একইরকম ব্র্যান্ড'
Vinkmag ad

ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটার কেভিন পিটারসেন ভারত ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারকা ভিরাট কোহলিকে পর্তুগাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তুলনা করেছেন। তার মতে গ্রেটনেসের বিচারে দুজনই আছেন শীর্ষে।

চলমান আইপিএলে ফর্মে নেই ভিরাট কোহলি। টানা কিছু ব্যর্থতার পর গুজরাট টাইটান্সের বিপক্ষে ফিফটি করেন ভিরাট। দল সে ম্যাচে হারলেও পিটারসেন মনে করেন এই ইনিংস কোহলির জন্য গুরুত্বপূর্ণ।

কোহলি ও রোনালদোকে একই রকম ব্র্যান্ড বলে আখ্যা দিয়েছেন তিনি। কোহলির রোনালদোর দিকে তাকানো উচিত বলে মতও দেন তিনি।

পিটারসেন বলেন, ‘তার (কোহলি) যেটা করা উচিত সেটা হল ম্যানচেস্টার ইউনাইটেড ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকে তাকানো। দুইটি ভিন্ন খেলার হলেও তারা একই রকম ব্র্যান্ড। ক্রিকেট খেলায় আপনার ভিরাট কোহলি আছে, ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড। ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবলের শীর্ষে।’

‘একজন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলে, একজন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও ভারতের হয়ে খেলে। তারা বড় ব্র্যান্ড, তাদের নিয়ে কথা হবে। দুই ব্র্যান্ড জিতেই তাদের স্ট্যাটাস ধরে রাখতে চাইবে।’

৯৭ ডেস্ক

Read Previous

কোলকাতার জয়ের নায়ক রিংকু সিং

Read Next

এপ্রিল মাসে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থে মনোনীত যারা

Total
1
Share