কোলকাতার জয়ের নায়ক রিংকু সিং

rabbithole thumbnail 1
Vinkmag ad

টানা ৫ ম্যাচ হারের পর অবশেষে অধরা জয়ের দেখা পেল কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। রিংকু সিং ও নিতিশ রানার দাপুটে ব্যাটিংয়ে রাজস্থান রয়্যালসকে তারা হারিয়েছে ৭ উইকেটের ব্যবধানে।

১৫৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ৩২ রানের মাঝে ২ ওপেনার অ্যারন ফিঞ্চ (৪) ও বাবা ইন্দ্রজিৎকে (১৫) হারিয়ে বসে কেকেআর। ৩য় উইকেটে ৬০ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও নিতিশ রানা।

শ্রেয়াসের (৩৪) বিদায়ের পর রিংকু সিং ক্রিজে নেমেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন। নিতিশ রানাকে সাথে নিয়ে অবিচ্ছিন্ন ৬৬ রানের জুটি গড়ে দলকে জেতান রিংকু।

মাত্র ২৩ বলে ৬ চার ও ১ ছয়ে অপরাজিত ৪২ রান করে ম্যাচ সেরার পুরস্কার বাগিয়ে নেন রিংকু। ৩৭ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন রানা।

রাজস্থানের পক্ষে ট্রেন্ট বোল্ট, কুলদ্বীপ সেন ও প্রসিধ কৃষ্ণা ১টি করে উইকেট পান।

এর আগে ব্যাটিংয়ে নেমে সাঞ্জু স্যামসনের অর্ধশতক ও শিমরন হেটমেয়ারের ঝড়ো ব্যাটিং সত্ত্বেও ৫ উইকেটে ১৫২ রানের বেশি করতে পারেনি রাজস্থান। স্যামসন ৫৪ ও হেটমেয়ার ১৩ বলে অপরাজিত ২৭ রান করেন।

কেকেআরের পক্ষে টিম সাউদি ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোরঃ

রাজস্থান রয়্যালসঃ ১৫২/৫ (২০), বাটলার ২২, পাডিকাল ২, স্যামসন ৫৪, নায়ার ১৩, পরাগ ১৯, হেটমেয়ার ২৭*, অশ্বিন ৬*; উমেশ ৪-১-২৪-১, অনুকূল ৪-০-২৮-১, মাভি ৪-০-৩৩-১, সাউদি ৪-০-৪৬-২

কোলকাতা নাইট রাইডার্সঃ ১৫৮/৩ (১৯.১), ফিঞ্চ ৪, ইন্দ্রজিৎ ১৫, শ্রেয়াস ৩৪, রানা ৪৮*, রিংকু ৪২*; বোল্ট ৪-০-২৫-১, কৃষ্ণা ৪-০-৩৭-১, কুলদ্বীপ ৩.১-০-২৮-১

ফলাফলঃ কোলকাতা নাইট রাইডার্স ৭ উইকেটে জয়ী

ম্যাচ সেরাঃ রিংকু সিং (কোলকাতা নাইট রাইডার্স)।

৯৭ ডেস্ক

Read Previous

রিজওয়ানকে আফ্রিদি- ‘আমি কি অবসর নিবো?’

Read Next

‘রোনালদো ও কোহলি একইরকম ব্র্যান্ড’

Total
1
Share