রিজওয়ানকে আফ্রিদি- ‘আমি কি অবসর নিবো?’

রিজওয়ানকে আফ্রিদি- 'আমি কি অবসর নিবো?'
Vinkmag ad

সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলছেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার দলটির হয়ে করেছেন বোলিংও।

টুইটে এক ভিডিও দিয়ে সাসেক্স লিখেছে, ‘সে (মোহাম্মদ রিজওয়ান) সবই করতে পারে।’

টুইটারে এই ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়েছেন শাহীন শাহ আফ্রিদি। একটু মজা করে লিখেছেন আমি কি অবসর নিয়ে নিবো?

শাহীন শাহ লিখেন, ‘রিজি ভাই, আমি কি এখন অবসর নিয়ে নিবো? আপনি এটা কি করছেন? আমাদের জন্যও কিছু ছেড়ে দেন!’

৯৭ ডেস্ক

Read Previous

জয়াবর্ধনের চোখে টি-টোয়েন্টির ড্রিম টিম

Read Next

কোলকাতার জয়ের নায়ক রিংকু সিং

Total
10
Share