

শ্রীলঙ্কা তথা বিশ্ব ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার মাহেলা জয়াবর্ধনে। কিংবদন্তি এই ক্রিকেটার আছেন আইসিসির হল অব ফেমে। তিনি জানিয়েছেন যদি ৫ ক্রিকেটারের এক ড্রিম টি-টোয়েন্টি দল বানাতে হয় তাহলে কাদের নিবেন দলে।
শ্রীলঙ্কার পক্ষে ৩ ফরম্যাটেই সাফল্য পেয়েছেন জয়াবর্ধনে। ৪৪ বছর বয়সী জয়াবর্ধনে টি-টোয়েন্টি ক্রিকেটে পরিচিত এক নাম। আইপিএলে মুম্বাই ইনিয়ান্সের কোচিং করাচ্ছেন তিনি।
আইসিসি রিভিউয়ের এক এপিসোডে মাহেলা জয়াবর্ধনে জানিয়েছেন ড্রিম টিমের ৫ ক্রিকেটারের নাম-
১. রাশিদ খান (আফগানিস্তান)-
৫৮ টি-টোয়েন্টিতে ১০৫ উইকেট নেওয়া রাশিদ খান সম্পর্কে জয়াবর্ধনে বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে বোলাররা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাশিদ খান একজন প্রোপার স্পিনার, ব্যাটও করতে পারে। সে সাত বা আট নম্বরে দারুণ এক ব্যাটার, যাকে আপনি বিভিন্ন সময়ে ব্যবহার করতে পারেন।’
‘সে বিভিন্ন ধাপে বল করতে পারে, পাওয়ার প্লে, মিডল ওভার ও ডেথে। কন্ডিশন বিবেচনায় সে খারাপ নয়, রাশিদ হবে আমার প্রথম পছন্দ।’
২. শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)-
৪০ ম্যাচে ৪৭ উইকেট নেওয়া পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি সম্পর্কে জয়াবর্ধনে বলেন, ‘আমি আমার দলে আরও দুই বোলার নিব। প্রথমজন হবে একজন বাহাতি, এবং সেটা শাহীন শাহ আফ্রিদি।’
‘গেল বিশ্বকাপে সে দারুণ খেলেছে। নতুন বলে সে দুর্দান্ত এবং আর্লি সুইংও পায়। সে একজন উইকেট টেকার যে ডেথে বল করতে পারে এবং একজন অ্যাটাকিং অপশন।’
৩. জাসপ্রীত বুমরাহ (ভারত)-
৫৭ ম্যাচে ৬৭ উইকেট নেওয়া জাসপ্রীত বুমরাহ সম্পর্কে জয়াবর্ধনে বলেন, ‘জাসপ্রীত বুমরাহ একজন বোলার যাকে আমি সবসময়ই প্রশংসা করি। সে এক ইনিংসের বিভিন্ন ধাপে বোলিং করতে পারে। সে একজন উইকেট টেকার। আর ইনিংসের শেষে যখন আপনার উইকেট লাগবে তখন জাসপ্রীত বুমরাহর চেয়ে সেরা কেউ নেই।’
৪. জস বাটলার (ইংল্যান্ড)-
৮৮ ম্যাচে ২১৪০ রানের মালিক জস বাটলার সম্পর্কে জয়াবর্ধনে বলেন, ‘আমার দলে ওপেনিং করবেন জস বাটলার। সে খুবই আক্রমণাত্মক এবং পেস ও স্পিন দুইই ভালো খেলে।’
‘আইপিএলে সে দারুণ ফর্মে আছে। শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও সে ভালো করেছে। সংযুক্ত আরব আমিরাতের কঠিন কন্ডিশনেও সে দারুণ করেছে।’
৫. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)-
৫৬ ম্যাচে ১৬৬২ রানের মালিক পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান সম্পর্কে জয়াবর্ধনে বলেন, ‘উইকেটরক্ষক ব্যাটার হিসাবে আমি মোহাম্মদ রিজওয়ানকে বেছে নিব। সে পাকিস্তানের হয়ে ওপেন করে, তবে আমি মনে করি সে মিডল অর্ডারেও ব্যাট করতে পারে। সে স্পিনে খুবই ভালো এবং খুবই ব্যস্ত ক্রিকেটার।’
৬. ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)-
৭৯ ম্যাচে ১৮৯৯ রান করা ক্রিস গেইল সম্পর্কে জয়াবর্ধনে বলেন, ‘আমি ৩০ বছর বয়সী ক্রিস গেইলের সঙ্গে জস বাটলারকে ওপেন করাবো। এটা দারুণ এক কম্বিনেশন হবে।’
‘ক্রিস কেবল দাঁড়িয়ে থেকে হিট করবে, জস তার হয়ে রানিং করবে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে সে তার সেরা ফর্মে ছিল এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি ছিল স্পেশাল। আমি ক্রিসকে টপ অর্ডারে রাখব, সে খেলা পরিবর্তন করে দেয়।’