

ভারতের সাবেক তারকা অলরাউন্ডার যুবরাজ সিং মনে করেন রোহিত শর্কা ভারতীয় টেস্ট দলের পুর্ণকালীন অধিনায়ক করার সিদ্ধান্ত ইমোশনাল! ভিরাট কোহলির উত্তরসূরি হয়ে ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের ন্যায় টেস্ট দলের আর্মব্যান্ডও পেয়েছেন রোহিত শর্মা।
ভিরাট কোহলি যখন ভারতের অধিনায়ক ছিলেন তখন তার ডেপুটি ছিলেন রোহিত শর্মা। তাই দায়িত্ব তার পাওয়া অমূলক ছিল না।
যদিও রোহিত শর্মার বয়সকে মাথায় রেখে ভিন্ন ভাবনার সুযোগ ছিল বলে মনে করেন অনেকেই। দায়িত্ব পাবার সময় রোহিত শর্মার বয়স ছিল ৩৪, যা এখন ৩৫। এছাড়া রোহিত শর্মার ইনজুরির সঙ্গে সখ্যতাও অজানা নয়।
তার হ্যামস্ট্রিং ইনজুরি বিভিন্ন সময়েই তার অ্যানঅ্যাভেইলেবলিটির কারণ হয়েছে। গেল দুই বছরে তিনি বেশ কিছু গুরুত্বপুর্ণ সিরিজ মিস করেছেন।
মুম্বাই ইন্ডিয়ান্সে রোহিত শর্মার অধীনে খেলেছেন যুবরাজ সিং। তবে তিনি মনে করেন দারুণ নেতা হলেও রোহিতকে ভারতের টেস্ট অধিনায়ক করা ছিল ইমোশনাল এক সিদ্ধান্ত।
হোম অব হিরোসের সঙ্গে আলাপে যুবরাজ রোহিত ইস্যুতে বলেন, ‘দারুণ নেতা। আমি তার অধীনে খেলেছি যখন মুম্বাই ইন্ডিয়ান্সে ছিলাম। রোহিতের সাদা বলের ক্রিকেটে আগেই অধিনায়ক হওয়া উচিত ছিল। তবে যেহেতু ভিরাট কোহলি ভালো করছিল এবং দলও সাফল্য পাচ্ছিল তাই তেমনটা করার সুযোগ ছিল না।’
‘তবে আমি মনে করি তাকে টেস্ট ক্রিকেটেও অধিনায়ক করাটা একটা ইমোশনাল সিদ্ধান্ত। তাকে যখন টেস্ট অধিনায়ক বানানো হয় সেখানে লেখা ছিল ফিটনেস সাপেক্ষে। আপনি আপনার টেস্ট অধিনায়ক এভাবে নিয়োগ দিতে পারেন না।’
‘সে অনেক ইনজুরিপ্রবণ। আর এই বয়সে তার শরীরের দিকেও নজর দিতে হবে। এটা তার টেস্ট অধিনায়কত্বে চাপ প্রয়োগ করবে। বছর দুয়েক হল সে টেস্ট ক্রিকেটে ওপেন করা শুরু করেছে। সে ভালো খেলছে, তাকে ব্যাটিংয়ে মন দিতে দেন। আমি আশা করব সে উপভোগ করবে। মাঠে ৫ দিন ধরে খেলা সহজ না।’