

ওপেনার অ্যালেক্স হেলস দীর্ঘদিন ধরে ইংল্যান্ড জাতীয় দলের বিবেচনায় নেই। তবে ইসিবি (দ্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) এর নয়া ম্যানেজিং ডিরেক্টর রব কি বলছেন হেলসের ইংল্যান্ড দলে বিবেচিত হবার পথে কোন বাধা দেখছেন না তিনি।
২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের প্রাথমিক স্কোয়াডে ছিলেন অ্যালেক্স হেলস। তবে তাকে পরে সরিয়ে নেওয়া হয়। গার্ডিয়ান নিউজপেপার জানায় রিক্রিয়েশনাল ড্রা*গ ব্যবহারের কারণে তাকে ৩ সপ্তাহ ব্যান করা হয়েছিল। এরপর আর কখনোই ইংলিশ দলে সুযোগ পাননি হেলস।
রব কি অ্যালেক্স হেলসের সিলেকশন নিয়ে বলেন, ‘আমি এই ইস্যুতে সম্পর্কযুক্তদের সঙ্গে কথা বলব। আমি অ্যালেক্স হেলসকে সিলেকশনের জন্য বিবেচনা করতে চাই।’
‘সে তার কাজের প্রায়শ্চিত্ত করেছে। তার মানে আবার এই না যে সে দলে থাকবেই, সেটা আবার ভিন্ন তর্ক।’
৩৩ বছর বয়সী অ্যালেক্স হেলস ইংল্যান্ডের পক্ষে ১১ টেস্ট, ৭০ ওয়ানডে ও ৬০ টি-টোয়েন্টি খেলেছেন। রান করেছেন যথাক্রমে ৫৭৩, ২৪১৯ ও ১৬৪৪।
২০১১ সালে অভিষেকের পর ২০১৯ অব্দি দাপটের সঙ্গেই খেলেছেন ইংল্যান্ড দলে। তবে এরপর আর সুযোগ মেলেনি।
এবারের আইপিএল থেকে বাবল ফ্যাটিগ কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নেন হেলস।