যে তালিকায় জাদেজা একা নন, আছে আরও অন্তত ১৩ জন!

যে তালিকায় জাদেজা একা নন, আছে আরও অন্তত ১৩ জন!
Vinkmag ad

শনিবার আইপিএল ইতিহাসের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস এক বড়সড় পরিবর্তন আনে। রবীন্দ্র জাদেজার কাছ থেকে অধিনায়কত্ব বুঝে নেন কিংবদন্তিতুল্য মাহেন্দ্র সিং ধোনি। আইপিএলে অবশ্য অধিনায়ক বদলের ঘটনা এটাই নতুন নয়। এই তালিকায় রবীন্দ্র জাদেজা একা নন।

২০০৮ থেকে ২০২১ অব্দি এরকম অন্তত ১৩ টি অধিনায়ক বদলের ঘটনা ছিল আইপিএলে।

আইপিএল ২০০৮ (ডেকান চার্জার্স)-

আইপিএলের প্রথম আসরে ১৪ খেলার ১২ টিতে হেরেছিল হায়দ্রাবাদের ফ্র্যাঞ্চাইজি ডেকান চার্জার্স। শহীদ আফ্রিদি, অ্যান্ড্রু সায়মন্ডস, হার্শেল গিবসদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপ মুখ থুবড়্ব পড়ে। দলটির অধিনায়ক ছিলেন ভিভিএস লক্ষণ। তাকে বদলে অজি তারকা অ্যাডাম গিলক্রিস্টকে দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে গিলক্রিস্টের অধিনায়কত্বে শিরোপাও জেতে দলটি।

আইপিএল ২০০৯ (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)-

চড়া মূল্যে কেনা কেভিন পিটারসেনকে দায়িত্ব দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে তার অধীনে ৫ খেলার ৪ টিতেই হারে দল। পিটারসেনকে সরিয়ে অনিল কুম্বলেকে দায়িত্ব দেয় দলটি। পরবর্তীতে কুম্বলে দলকে ওঠান ফাইনালে, যদিও ডেকান চার্জার্সের কাছে হেরে শিরোপা জেতা হয়নি তাদের।

আইপিএল ২০১২ (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)-

কিউই তারকা স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ২০১১ আইপিএলে ফাইনালে তোলেন। তবে ২০১২ তে এসে ৫ ম্যাচে ২ জয় এনে দিতে পারেন তিনি। তাকে সরিয়ে তরুণ ভিরাট কোহলিকে দায়িত্ব দেওয়া হয়। কোহলির অধীনে দল ৫ম হয়ে শেষ করে। পরে ২০১৩ সালে তাকে লম্বা মেয়াদে অধিনায়ক করা হয়।

আইপিএল ২০১২ (ডেকান চার্জার্স)-

টানা ৫ ম্যাচ হারার পর অধিনায়ক কুমার সাঙ্গাকারা নিজেকে সেরা একাদশ থেকেই সরিয়ে নেন। পরে দায়িত্ব দেওয়া হয় ক্যামেরুন হোয়াইটকে। তাতে অবশ্য ভাগ্যের বদল হয়নি দলটির।

আইপিএল ২০১৩ (মুম্বাই ইন্ডিয়ান্স)-

রিকি পন্টিংয়ের অধীনে প্রথম ৫ ম্যাচে কেবল ১ টিতে জেতে। তাকে সরিয়ে অধিনায়ক করা হয় রোহিত শর্মাকে। যিনি দলকে ফাইনালে তুলে শিরোপাও জেতান। এরপর থেকে মুম্বাইয়ে চলছে রোহিত শর্মা রাজত্ব।

আইপিএল ২০১৩ (পুনে ওয়ারিয়র্স)-

২০১১ সাল থেকে আইপিএল খেলতে আসা পুনে ওয়ারিয়র্স আইপিএলে কখনোই সুবিধা করে উঠতে পারেনি। ৩ আসরে খেলা পুনে ওয়ারিয়র্স ২০১৩ সালে প্রথম ৫ ম্যাচে জেতে ১ টিতে। দায়িত্ব ছেড়ে দেন অ্যাঞ্জেলো ম্যাথুস, দায়িত্ব নেন অ্যারন ফিঞ্চ। তাতে অবশ্য কাজের কাজ কিছু হয়নি। ১৬ ম্যাচে ৪ টিতে জিতে তলানিতে থেকে শেষ করে দলটি।

আইপিএল ২০১৪ (সানরাইজার্স হায়দ্রাবাদ)-

শিখর ধাওয়ানের অধীনে সানরাইজার্স হায়দ্রাবাদ ধুকছিল। ব্যাট হাতেও রান পাচ্ছিলেন না শিখর। তাকে সরিয়ে তাই অধিনায়ক করা হয় ড্যারেন স্যামিকে। তাতেও ভাগ্যের বদল না হলে পরিবর্তীতে ডেভিড ওয়ার্নারকে দায়িত্ব দেয় দলটি।

আইপিএল ২০১৫ (রাজস্থান রয়্যালস)-

এমনটি নয় যে শেন ওয়াটসনের অধীনে রাজস্থান রয়্যালস ভালো করছিল না। ১০ খেলার ৬ টিতেই জিতেছিল দল। তবে নিজের খেলায় মন দিতে দায়িত্ব ছাড়েন ওয়াটসন। অধিনায়কত্বের দায়িত্ব পান আরেক অজি স্টিভ স্মিথ।

আইপিএল ২০১৬ (কিংস ইলেভেন পাঞ্জাব)-

পয়েন্ট টেবিলের তলানিতে থাকা কিংস ইলেভেন পাঞ্জাব ধুকছিল। ব্যাট হাতেও ফর্মে ছিলেন না ডেভিড মিলার। অন্যদিকে ফর্মে থাকা মুরালি বিজয় খেলছিলেন দারুণ। তাকে অধিনায়ক করে পাঞ্জাব। তবে নিজের অধিনায়কত্ব ক্যারিয়ার বড় করতে পারেননি তিনি।

আইপিএল ২০১৮ (দিল্লি ক্যাপিটালস)-

কোলকাতা নাইট রাইডার্সকে ২০১২ ও ২০১৪ তে শিরোপা জিতিয়ে দিল্লি ক্যাপিটালসে এসেছিলেন গৌতম গম্ভীর। তবে ঘরের ছেলে দলটাকে সাফল্য এনে দিতে পারছিলেন না। ৬ ম্যাচে ১ টিতে জেতা দল অধিনায়ক করে শ্রেয়াস আইয়ারকে।

আইপিএল ২০১৯ (রাজস্থান রয়্যালস)-

৮ ম্যাচে কেবল ২টিতে জেতার পর রাজস্থান রয়্যালস বাধ্য হয়েই পরবর্তনে মন দেয়। আজিঙ্কা রাহানেকে বদলে দায়িত্ব দেওয়া হয় স্টিভ স্মিথকে। এরপরেও ১৪ ম্যাচে ৫ জয় নিয়ে তলানি থেকে ২য় হয়ে শেষ করে দলটি।

আইপিএল ২০২০ (কোলকাতা নাইট রাইডার্স)-

প্রথম ৭ ম্যাচে ৪ টিতে জিতলেও দায়িত্ব ছাড়েন দীনেশ কার্তিক। নিজের ব্যাটিংয়ে ফোকাস করতে চেয়েছিলেন ত্তিনি। পরবর্তীতে দায়িত্ব পান এউইন মরগান।

আইপিএল ২০২১ (সানরাইজার্স হায়দ্রাবাদ)-

২০২১ আইপিএলে ৭ ম্যাচের ১ টিতে জিতে শুরু করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। পরে ডেভিড ওয়ার্নারকে নেতৃত্ব থেকে সরানো হয়, বাদ দেওয়া হয় সেরা একাদশ থেকেও। দায়িত্ব পান কেন উইলিয়ামসন।

৯৭ ডেস্ক

Read Previous

আইপিএলে যে রেকর্ডে দ্রাবিড়কে ছাড়িয়ে গেলেন ধোনি

Read Next

‘রমিজ রাজাকে সরালে পিছিয়ে যাবে পাকিস্তানের ক্রিকেট’

Total
1
Share