

এবারের আইপিএলের আগে চেন্নাই সুপার কিংসের অধিনায়কের দায়িত্ব ছেড়েছিলেন মাহেন্দ্র সিং ধোনি। রবীন্দ্র জাদেজা হয়েছিলেন দলটির নয়া অধিনায়ক। তবে টুর্নামেন্টের মাঝপথে দায়িত্ব ছাড়েন জাদেজা, দায়িত্ব আবার ধোনির কাঁধে।
দায়িত্ব নিয়েই হারতে থাকা দলকে জেতান ধোনি। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ১৩ রানের জয় পায় চেন্নাই সুপার কিংস।
এই ম্যাচে অধিনায়কত্ব করার পথে রাহুল দ্রাবিড়কে পেছনে ফেলেন ধোনি, হন আইপিএলে কোন দলকে নেতৃত্ব দেওয়া সবচেয়ে বয়স্ক অধিনায়ক।
এর আগে ৪০ বছর ২৬৮ দিন বয়সে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিয়েছিলেন রাহুল দ্রাবিড়। গতকাল চেন্নাইকে নেতৃত্ব দেবার দিন ধোনির বয়স ছিল ৪০ বছর ২৯৮ দিন।
এই তালিকায় পরবর্তী ৩ ভারতীয় যথাক্রমে সুনীল যোশি (৪০ বছর ১৩৫ দিন), অনিল কুম্বলে (৩৯ বছর ৩৪২ দিন) ও সৌরভ গাঙ্গুলি (৩৯ বছর ৩১৬ দিন)।
প্রসঙ্গত, সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে জেতার পর পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে ধোনি জানান অধিনায়কত্বের চাপ জাদেজার খেলায় প্রভাব ফেলছিল।
ধোনি বলেন, ‘আমি মনে করি জাদেজা গত মৌসুমেই জানত যে সে এবারে অধিনায়ক হচ্ছে। প্রথম দুই খেলায় আমি তার সিদ্ধান্ত নিতে সাহায্য করেছি। এরপর থেকে আমি তাকে বলেছিলাম নিজের সিদ্ধান্ত নিজে নিতে।’
‘যখন আপনি অধিনায়ক হবেন তখন অনেক চাপ আসবে। আমি মনে করি এটা তার মনকে প্রভাবিত করেছে, যা তার পারফরম্যান্সে প্রভাব ফেলেছে।’