

দুই অর্ধশতক ও মহসিন খানের দৃষ্টিনন্দন বোলিংয়ে জয় পেয়েছে লখনৌ সুপার জায়ান্টস। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে তারা হারিয়েছে ৬ রানের ব্যবধানে। এ ম্যাচে ৪ ওভার ৩৭ রান দিয়েও কোন উইকেট পাননি মুস্তাফিজুর রহমান।
আগে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৯৫ রানের বড় স্কোর গড়ে লখনৌ। অধিনায়কোচিত ইনিংস খেলেন লোকেশ রাহুল। ৫১ বলে ৪ চার ও ৫ ছয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন তিনি। দীপক হুডার ব্যাট থেকে আসে ৫২ রান, খেলেন ৩৪ বল।
দিল্লির হয়ে ৩টি উইকেটই নেন শারদুল ঠাকুর।
জবাবে রিশাব পান্ট ও আক্সার প্যাটেলরা ঝড়ো ইনিংস খেলেও দিল্লিকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি। ৭ উইকেটে ১৮৯ রানে থামতে বাধ্য হয় তারা।
পান্ট ৩০ বলে ৪৪ ও আক্সার ২৪ বলে অপরাজিত ৪২ রান করেন। এছাড়া মিচেল মার্শ ৩৭ ও রভম্যান পাওয়েল ৩৫ রান করেন।
দুর্দান্ত বোলিং করে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মহসিন খান। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৪টি মূল্যবান উইকেট নিয়েছেন তিনি, হয়েছেন ম্যাচ সেরাও।
সংক্ষিপ্ত স্কোরঃ
লখনৌ সুপার জায়ান্টসঃ ১৯৫/৩ (২০), ডি কক ২৩, রাহুল ৭৭, হুডা ৫২, স্টয়নিস ১৭*, ক্রুনাল ৯*; শারদুল ৪-০-৪০-৩
দিল্লি ক্যাপিটালসঃ ১৮৯/৭ (২০), ওয়ার্নার ৩, পৃথ্বী ৫, মার্শ ৩৭, পান্ট ৪৩, ললিত ৩, পাওয়েল ৩৫, আক্সার ৪২*, শারদুল ১, কুলদ্বীপ ১৬*; মহসিন ৪-০-১৬-৪, চামিরা ৪-০-৪৪-১, বিষ্ণয় ৪-০-২৮-১, গৌতম ২-০-২৩-১
ফলাফলঃ লখনৌ সুপার জায়ান্টস ৬ রানে জয়ী
ম্যাচ সেরাঃ মহসিন খান (লখনৌ সুপার জায়ান্টস)।